ইরুমবু থিরাই | |
---|---|
পরিচালক | পি.এস মিথরান |
প্রযোজক | বিশাল |
রচয়িতা | পি.এস মিথরান পন পারথিবান সাভারি মুথু এন্টনি ভাগ্যরাজ |
শ্রেষ্ঠাংশে | বিশাল অর্জুন সামান্থা আক্কিনেনি বিজয় ভরতওয়াজj আবুল লি |
সুরকার | যুভান শংকর রাজা |
চিত্রগ্রাহক | জর্জ সি. উইলিয়ামস |
সম্পাদক | রুবেন |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | লাইকা প্রোডাকশন ক্রাইকস সিনে ক্রিয়েশন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৬০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
নির্মাণব্যয় | ₹১৪ কোটি[১] |
আয় | ₹১০৫ কোটি[২] |
ইরুমবু থিরাই (অনু. Iron Curtain) হলো ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার একটি অ্যাকশন থ্রিলার ধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেন অভিষিক্ত পরিচালক পি.এস মিথরান। এতে অভিনয় করেন বিশাল, অর্জুন এবং সামান্থা আক্কিনেনি। এর সাউন্ডট্র্যাক সম্পাদনা করেন যুভান শংকর রাজা। এই চলচ্চিত্রটি বিশাল ফিল্ম ফ্যাক্টরি থেকে প্রযোজিত হয়। ২০১৬ সালে এর নির্মান কাজ শুরু হয়। গল্পে একজন আর্মি অফিসারকে হ্যাকারদের দ্বারা তার ব্যাংক একাউন্ট থেকে চুরি করা টাকা উদ্ধার করতে দেখা যায়। এটিকে বক্স অফিসে ব্লকবাস্টার ঘোষণা করা হয়।
এটি বিশ্বব্যাপী ১১ মে ২০১৮ সালে মুক্তি পায়।[৩] এটি সমালোচক এবং দর্শকদের থেকে ইতিবাচক সাড়া পায় বিশেষ করে বিশাল এবং অর্জুনের অভিনয়, চিত্রনাট্য এবং যুভান শংকরের সঙ্গীতের জন্য। এটি সিনেমা হল গুলো তে ১০০ দিন সফলভাবে চলে। এর একটি স্পিনঅফ চাকরা ১৯ ফেব্রুয়ারি ২০২১ সালে মুক্তি পায়।[৪]
একজন মিলিটারি অফিসার তার বোনের বিয়ের জন্য নকল কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে টাকা লোন নেয়। কিন্তু সেই টাকা গুলো তার একাউন্ট থেকে চুরি হয়ে যায়, তাই সে হ্যাকার থেকে টাকা উদ্ধারের অভিযানে নেমে পড়ে।
চলচ্চিত্রটি তেলুগু তে অভিমান্যুডু নামে ডাবিং করা হয় যেটি ১ জুন ২০১৮ সালে মুক্তি পায়।[৫] এটির হিন্দি ডাবিং ও মুক্তি পায় যেটি গোল্ডমাইন্স টেলিফিল্ম দ্বারা রিটার্ণ অফ অভিমান্যু নামে ২০১৯ সালে মুক্তি দেয়া হয়।[৬] এটির সম্প্রচার সত্ত্ব জি তামিল এর কাছে বিক্রি করা হয়। এটির একটি মালায়লাম ডাবিং ও আছে একই নামে।[৭]
চলচ্চিত্রটি ১৪.৫ কোটি বাজেটে নির্মান করা হয়।[৮] এবং এটি বিশ্বব্যাপী ১০৫ কোটি রুপি আয় করে একটি ব্লকবাস্টার হিট ছবিতে পরিণত হয়। এটি এখন পর্যন্ত বিশালের সর্বাধিক আয় করা চলচ্চিত্র।[২]