ইলইয়াস কাদরী

আবু বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী
ابو بلال محمد اِلیاس عطّارؔ قادِری رَضَوی
উপাধিআত্তার
ব্যক্তিগত তথ্য
জন্ম
মুহাম্মাদ ইলইয়াস আত্তার কাদরি

(1950-07-12) ১২ জুলাই ১৯৫০ (বয়স ৭৪)[]
ধর্মইসলাম
জাতীয়তাপাকিস্তানি
আন্দোলনবেরলভী
উল্লেখযোগ্য কাজফয়জানে সুন্নাত
যে জন্য পরিচিতদাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা
ঊর্ধ্বতন পদ
ওয়েবসাইট
ইউটিউব তথ্য
চ্যানেল
কার্যকাল২০১৩ — বর্তমান
সদস্য৭ লক্ষ ৬২ হাজার
মোট ভিউ৭ কোটি ৮৫ লক্ষ
১,০০,০০০ সদস্য
১৯ জানুয়ারি ২০২২ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত

মুহাম্মাদ ইলইয়াস আত্তার কাদরী (উর্দু: محمد الیاس قادری رضوی ضیائی‎‎), আত্তার ( عطار) নামে পরিচিত), একজন সুফি-সুন্নি ইসলাম প্রচারক, মুসলিম পণ্ডিত এবং দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা ইমাম। এই দাওয়াতে ইসলামী একটি অরাজনৈতিক সংগঠন, যা কোরআনসুন্নাত প্রচারের উদ্দেশ্যে বিশ্বের ২০০ টির ও অধিক দেশে স্বীয় ইসলামী মারকাযের মাধ্যমে মুসলিম উম্মতের সেবা করে যাচ্ছে। তিনি পাকিস্তানের করাচিতে বাস করেন। মাওলানা ইলইয়াস কাদরী ফয়জানে সুন্নাতের লেখক।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The 500 Most Influential Muslims (পিডিএফ) (2020 সংস্করণ)। Royal Islamic Strategic Studies Centre। পৃষ্ঠা 109। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০