ইলিয়ট মথুরা | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পাখি |
বর্গ: | গ্যালিফর্মিস |
পরিবার: | Phasianidae |
উপপরিবার: | Phasianinae |
গণ: | Syrmaticus |
প্রজাতি: | S. ellioti |
দ্বিপদী নাম | |
Syrmaticus ellioti সুইনহো, ১৮২৯ | |
চীনে ইলিয়ট মথুরার বিচরণ অঞ্চল |
ইলিয়ট মথুরা বা ইলিয়টের মথুরা (Syrmaticus ellioti) দক্ষিণ-পূর্ব চীনের একটি বৃহৎ মথুরা প্রজাতি।
পুরুষ মথুরা ৮০ সেমি (৩১ ইঞ্চি) পর্যন্ত দীর্ঘ হয়; এদের গলার রঙ কালো, বুকের উপরের অংশ বাদামী, পেট সাদা হয়ে থাকে। স্ত্রী মথুরা ৫০ সেমি (২০ ইঞ্চি) দীর্ঘ হয়; এদের গলার রঙ কালো, পেট সাদা।[২]
ইলিয়ট মথুরা দক্ষিণ-পূর্ব চীন (কুইচৌ, হুপেই, আনহুই, শিচিয়াং, ফুচিয়েন, চিয়াংসি, হুনান, কুয়াংশি এবং কুয়াংতুং প্রদেশ)-এর স্থানীয় একটি প্রজাতি, যেখানে এরা ২০০–১,৯০০ মি (৬৬০–৬,২৩০ ফু) উচ্চতায় চিরসবুজ এবং পাহাড়ী বনাঞ্চলে বাস করে।[১] এদের খাদ্যতালিকায় রয়েছে মূলত ফল ও ফসলাদির বীজ, পাতা এবং বিভিন্ন প্রকার বেরি।[৩]
ইলিয়ট মথুরার বর্ণনা প্রথমবার দিয়েছিলেন রবার্ট সুইনহো ১৮৭২ সালে। তিনি এর নাম দিয়েছিলেন "ফ্যাসিয়ানাস এলিয়োটি" (Phasianus ellioti)। সুইনহোর দেখা পাখিটি ছিল চীন এর শিচিয়াং প্রদেশের নিংপো অঞ্চলের।[৪][৫]