ইশবাক ( হিব্রু ভাষায়: יִשְׁבָּ֣קYīšbāq, অর্থঃ "তিনি চলে যাবেন; চলে যাচ্ছেন"), এছাড়াও তিনি জিসবাক [১] ও জোসাবাক,[২] নামে উল্লিখিত। বাইবেলের আদিপুস্তক অনুসারে, আব্রাহাম ও কেতুরাহের পঞ্চম পুত্র।[৩][৪] ইশবাকের আরো পাঁচ ভাই ছিল। তারা হলেন জিমরান, য়োকশান, মেদান, মিদিয়ান ও শুয়াহ।[৫]
রোমান ইহুদি ঐতিহাসিক জোসেফাস ফ্লাভিয়াসের বর্ণনানুসারে "আব্রাহাম তাদের বিভিন্ন উপনিবেশে বসতি স্থাপনের পরিকল্পনা করেছিলেন; এবং তারা ট্রগ্লোডাইটিস এবং লোহিত সাগর পর্যন্ত আরব ফেলিক্সে পৌঁছেছিল ও তার দখল নিয়েছিল।"[৬] তার সম্পর্কে আর কিছু জানা যায় না, তবে তার বংশধররা হতে পারে নামে পরিচিত একটি কিউনিফর্ম লিপিতে প্রাপ্ত 'জাসবুকু' শব্দটি তার বংশধরদের বোঝাতে ব্যবহৃত হয়েছে বলে মনে করা হয়।[৭]