উইলিয়াম হার্বার্ট | |
---|---|
জন্ম | ১২ জানুয়ারি ১৭৭৮ |
মৃত্যু | ২৮ মে ১৮৪৭ | (বয়স ৬৯)
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | এটন কলেজ খ্রিস্ট গির্জা এক্সেটের কলেজ মেরটন কলেজ |
পরিচিতির কারণ | বালবাস উদ্ভিদের প্রথম বর্গীকরণ সূত্র |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | উদ্ভিদ বিজ্ঞান |
Author abbrev. (botany) | হার্ব |
উইলিয়াম হার্বার্ট (১২ই জানুয়ারি, ১৭৭৮ - ২৮শে মে, ১৮৪৭) ব্রিটিশ উদ্ভিদবিজ্ঞানী, কবি এবং সরকারি কর্মকর্তা। ১৮০৬ থেকে ১৮০৭ সাল পর্যন্ত তিনি হ্যাম্পশায়ার থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৮১১ থেকে ১৮১২ সাল পর্যন্ত ক্রিকলেইড থেকে সংসদ্য সদস্যের দায়িত্ব পালন করেন।
অক্সফোর্ডের এক্সিটার কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। ১৮৪০ সালে ম্যানচেস্টারের ডিন নির্বাচিত হন।[১] তিনি কার্নারভনের প্রথম আর্ল হেনরি হার্বার্টের তৃতীয় পুত্র এবং হেনরি উইলিয়াম হার্বার্টের পিতা।