উম্ম আল কোয়াইন أم القيوين | |
---|---|
নগর | |
উম্ম আল কোয়াইন | |
স্থানাঙ্ক: ২৫°৩৩′১২″ উত্তর ৫৫°৩২′৫১″ পূর্ব / ২৫.৫৫৩৩৩° উত্তর ৫৫.৫৪৭৫০° পূর্ব | |
দেশ | সংযুক্ত আরব আমিরাত |
আমিরাত | উম্ম আল কোয়াইন |
সরকার | |
• ধরন | মিউনিসিপ্যালিটি |
উম্ম আল কোয়াইন (আরবি: أم القيوين; উচ্চারণ [ʔumː alqajˈwajn]) হলো সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইন আমিরাতের রাজধানী এবং সর্ববৃহত্ নগর। এটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি প্রাকৃতিকভাবে গঠিত সমুদ্র বন্দর সংলগ্ন শহর।
এই নগরটি পারস্য উপসাগরের খোর আল বাইদিআহ উপদ্বীপে অবস্থিত। এর দক্ষিণ-পশ্চিমে শারজাহ এবং উত্তর-পূর্বে রাস আল খাইমাহ শহরটি অবস্থিত।
২০০৫ সালে অনুষ্ঠিত সর্বশেষ আদমশুমারিতে উম্ম আল কোয়াইনের জনসংখ্যা ছিল ৩২,৮০০ জন;[১] যা সংযুক্ত আরব আমিরাতের আমিরাতগুলোর রাজধানীগুলোর মধ্যে সবচেয়ে কম।