ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | উসেম আউয়ার | ||
জন্ম | ৩০ জুন ১৯৯৮ | ||
জন্ম স্থান | লিওঁ, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওলাঁপিক লিওনে | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৯ | এসি ভিলিওবেনে | ||
২০০৯–২০১৭ | লিওঁ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৭ | লিওঁ বি | ২২ | (৪) |
২০১৭– | লিওঁ বি | ৫৩ | (১২) |
জাতীয় দল‡ | |||
২০১৪ | ফ্রান্স অনূর্ধ্ব-১৭ | ১ | (০) |
২০১৭– | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ৭ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৮ ডিসেম্বর ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ অক্টোবর ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
উসেম আউয়ার (জন্ম ৩০ জুন ১৯৯৮) হলেন একজন ফরাসি-আলজেরীয় ফুটবল খেলোয়াড় যিনি ফরাসি ফুটবল ক্লাব ওলাঁপিক লিওনে -র হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড হিসেবে খেলে থাকেন।[১]
ওলাঁপিক লিওনে ২০০৬ সালে লিওঁ শহরের উত্তরপূর্বে অবস্থিত ভিলরবান নগরীর এএস টনকিন নামক ফুটবল স্কুলে প্রথম ফুটবল খেলা শুরু করেন।
তিনি ২০০৯ সালে মাত্র ১১ বছর বয়সে জনপ্রিয় ফরাসি ফুটবল ক্লাব ওলাঁপিক লিওনে রিজার্ভস এন্ড একাডেমী-এ যোগদান করেন।
২০১৬ সালের জুলাই মাসে তিনি ক্লাবটির সাথে তিন বছর মেয়াদী পেশাদারী এক চুক্তিতে আবদ্ধ হন। ২০১৭ সালের ১৬ই ফেব্রুয়ারি মাসে ইউয়েফা ইউরোপা লিগ-এর এক ম্যাচে ডাচ্ ফুটবল ক্লাব এজি আলকামার-এর বিপক্ষে ১-৪ গোল ব্যবধানে বিজয়ী হওয়া খেলাটিতে তার ক্লাবের মূল দলে অভিষিক্ত হন, খেলাটিতে তিনি তার দলের আরেক খেলোয়াড় সার্গি ডার্বার এর বদলে ম্যাচের ৮৪তম মিনিটে মাঠে নামেন।[২] অওয়ার উক্ত খেলাটি হওয়ার এক সপ্তাহ পর উক্ত দলের সাথে ফিরতি লেগে তার ক্লাবের হোম গ্রাউন্ড পার্ক ওল স্টেডিয়ামে হওয়া ম্যাচে তার প্রথম পেশাদার গোলটি করেন, খেলাটিতে তার দল ৭-১ ব্যবধানে জয় পায়।[৩] ২০১৭ সালের ১৬ই এপ্রিল তিনি ফ্রান্সের সর্বোচ্চ পেশাদার ফুটবল লিগ লিগ ওয়ান-এ বাস্টিয়া-এর বিপক্ষে অভিষিক্ত হন, কিন্তু খেলাটি বিঘ্নিত হয় এবং তিন সপ্তাহ পরে লিওঁকে বিজয়ী ঘোষণা করা হয়।[৪] ২০১৮ সালের জুলাই মাসে তিনি গোল্ডেন বয় পুরস্কারের জন্য মনোনীত হন।[৫]
২০১৭-১৮ সালের মৌসুম শুরুর প্রথম দিকে, যদিও মাত্র চারটি পেশাদারী ম্যাচ খেলার অভিঙ্গতা থাকা সত্বেও, অওয়ারকে তার ক্লাব জার্সি নম্বর ৮ পরিহিত জার্সি পড়ে খেলতে দেয়া হয় (যদিও পূর্বে উক্ত ক্লাব কিংবদন্তি এবং সাবেক ব্রাজিল ফুটবলার জুনিনহো-এর পরিচিত জার্সি নম্বর), যেটি বর্তমান ফরাসি খেলোয়াড় এবং তার সতীর্থ কোরেন্টিন টুলিসো-ছেড়ে দেন।
অওয়ার হলেন একজন আলজেরীয় বংশধর।[৬] তিনি ফরাসি কিংবদন্তি ফুটবলার এবং বর্তমানে কোচিং পেশায় নিয়োজিত ফুটবলার জিনেদিন জিদান এবং তার ক্লাবের ব্রাজিলীয় কিংবদন্তি জুনিনহো যারা দুজনও আলজেরীয় বংশধর, তাদেরকে রোল মডেল হিসেবে বিবেচনা করেন।[৭]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | লিগ কাপ | ইউরোপ1 | অন্যান্য2 | সর্বমোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
লিওন | ২০১৬–১৭ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ২ | ১ | ০ | ০ | ৫ | ১ |
২০১৭–১৮ | ৩২ | ৬ | ৪ | ০ | ০ | ০ | ৮ | ১ | — | ৪৪ | ৭ | ||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ৩৫ | ৬ | ৪ | ০ | ০ | ০ | ১০ | ২ | ০ | ০ | ৪৯ | ৮ |
১যেগুলোর মধ্যে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউয়েফা ইউরোপা লিগ-এর উপস্থিতি অন্যতম।
২যেগুলোর মধ্যে ট্রফি দ্যেস চ্যাম্পিয়ন্স-এর উপস্থিতি অন্যতম।