এইডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হলো একটি পেশাদারি কুস্তি খেতাব বা শিরোপা।[১] এই খেতাবটি আমেরিকান ভিত্তিক পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং (এইডাব্লিউ) তৈরি করেছে। এটি মে ২৫, ২০১৯ সালে এইডাব্লিউ ডাবল অর নাথিং এ অবমুক্ত করা হয়, তাছাড়া এটিকে এইডাব্লিউ এর সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ হিসেবে ঘোষণা করা হয়। ক্রিস জেরিকো চ্যাম্পিয়নশিপটি সর্বোপ্রথম জেতার সম্মান লাভ করেন। বর্তমানে স্টিফন স্ট্রিকল্যান্ড চ্যাম্পিয়নশিপটি বহন করছেন।
জানুয়ারি ১, ২০১৯ সালে পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং (এইডাব্লিউ) প্রতিষ্ঠিত হয় এবং তাদের উদ্ভোধনি অনুষ্ঠানের আয়োজন করেন।[২][৩][৪] মে ২২ তারিখে এইডাব্লিউ তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চ্যাম্পিয়নশিপটির এক ঝলক প্রকাশ করেন।[৫][৬][৭]
এইডাব্লিউ এর পেপারভিউ ডাবল অর নাথিং এর কিছুদিন পর তাদের টিভি শো অল আউট এ চ্যাম্পিয়নশিপটির উদ্ভোধনি অনুষ্ঠানের আয়োজন করেন।[৮] ম্যাচটিতে এডাম পেজকে হারিয়ে ক্রিস জেরিকো চ্যাম্পিয়নশিপটি জিতে নেন।[৯]
জানুয়ারি ২৮, ২০২৫, সময় অনুযায়ী এ পর্যন্ত দুইবার চ্যাম্পিয়নশিপ পরিবর্তন হয়েছে। ক্রিস জেরিকো প্রথমবার চ্যাম্পিয়নশিপটি জিতেছিলেন। জন মোক্সলি বর্তমান চ্যাম্পিয়ন। ফেব্রুয়ারি ২৯, ২০২০ সালে এইডাব্লিউ রেভুলিউশন, শিকাগোতে জেরিকোকে হারিয়ে তিনি চ্যাম্পিয়নশিপটি জিতে নেন।
↑Killam, Mike (মে ২৬, ২০১৯)। "Tony Khan On His Wrestling Fandom Fueling AEW, Weight Classes, Women's Wrestling Diversity & More"। ProWrestling.com। জুলাই ২৯, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২৯, ২০১৯। Question: Will AEW have weight divisions? Khan: No. I'm not planning on weight divisions. ... I want to have a world championship, and that's going to be the world championship – not the heavyweight [championship].