প্রতিষ্ঠিত | ১৯৫৯ |
---|---|
অঞ্চল | এএফসি (এশিয়া) |
দলের সংখ্যা | ১৬ |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সবচেয়ে সফল দল | ![]() |
![]() |
এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ (পূর্বে এএফসি যুব চ্যাম্পিয়নশিপ ও এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল) হল একটি আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন ফুটবল প্রতিযোগিতা, যা এশীয় ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক আয়োজিত হয়। প্রতিযোগিতাটি শুরু হয় ১৯৫৯ সালে। ১৯৫৯ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত প্রতিযোগিতা প্রতিবছর অনুষ্ঠিত হত, কিন্তু ১৯৮০ সাল থেকে প্রতি দুইবছর পর পর অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা বিভিন্ন রকম বিন্যাসে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এএফসির অন্যান্য চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার মত এ প্রতিযোগিতাও দুটি পর্বে অনুষ্ঠিত হয়। বাছাইপর্ব এএফসির সকল সদস্যের জন্য উন্মুক্ত আর চূড়ান্ত পর্ব বাছাইপর্ব থেকে নেওয়া ১৬টি দল প্রতিনিধিত্ব করে। সর্বশেষ প্রতিযোগিতা বাহরাইনে ২০১৬ সালে অনুষ্ঠিত হয়।