এনাক্কুল ওরুভান

এনাক্কুল ওরুভান
পোস্টার
পরিচালকপ্রসাদ রমার
প্রযোজকসি ভি কুমার
রচয়িতাপবন কুমার
শ্রেষ্ঠাংশেসিদ্ধার্থ নারায়ণ
দীপা সন্নিধি
সৃষ্টি দাঙ্গে
সুরকারসন্তোষ নারায়ণ
চিত্রগ্রাহকগোপি অমরনাথ
সম্পাদকলী জন পাল
প্রযোজনা
কোম্পানি
তিরুকুমার এন্টারটেইনমেন্ট
পরিবেশকওয়াই নট স্টুডিওস
র‍্যাডিয়েন্স মিডিয়া
অবি টিসিএস স্টুডিওস
ড্রিম ফ্যাক্টরি
মুক্তি
  • ৬ মার্চ ২০১৫ (2015-03-06)
স্থিতিকাল১৩৬ মিনিট
দেশভারত
ভাষাতামিল

এনাক্কুল ওরুভান (তামিল: எனக்குள் ஒருவன், অনুবাদ 'আমার ভেতরে অন্য একজন') হচ্ছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন প্রসাদ রমার যিনি তামিল চলচ্চিত্র শিল্পে একদম নতুন এবং এটিই তার পরিচালিত প্রথম চলচ্চিত্র, চলচ্চিত্রটি প্রযোজনা করেন সি ভি কুমার। চলচ্চিত্রটি ২০১৩ সালের কন্নড় চলচ্চিত্র 'লুসিয়া'র পুনঃনির্মাণ যেটি পবন কুমার পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটিতে সিদ্ধার্থ নারায়ণ এবং দীপা সন্নিধি মুখ্য ভূমিকায় অভিনয় করেন। সঙ্গীত পরিচালনায় ছিলেন সন্তোষ নারায়ণ। ২০১৫ সালের ৬ই মার্চ চলচ্চিত্রটি মুক্তি পায়।[][][]

চলচ্চিত্রটির চূড়ান্ত দৃশ্য দেখানো শুরু করে এই প্লটটি অ-রৈখিক। কৌতুকের একটি রাজ্যে নায়ক এবং জীবন সমর্থন উপর জীবিত সঙ্গে চক্রান্ত শুরু হয়। শুরু থেকেই চলচ্চিত্রটি একই ব্যক্তির দুটি গল্প, এক রঙের এবং অন্যটি কালো এবং সাদা বলে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]