![]() ২০১৪ সালে লিভারপুল দলের সাথে প্রশিক্ষণের সময়ে জান। | ||||||||||||||
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | এমরে জান[১] | |||||||||||||
জন্ম | [১] | ১২ জানুয়ারি ১৯৯৪|||||||||||||
জন্ম স্থান | ফ্রাঙ্কফুর্ট, জার্মানি | |||||||||||||
উচ্চতা | ১.৮৪ মিটার[২] | |||||||||||||
মাঠে অবস্থান | মিডফিল্ডার, ডিফেন্ডার | |||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||
বর্তমান দল | লিভারপুল | |||||||||||||
জার্সি নম্বর | ২৩ | |||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||
২০০০–২০০৬ | এসভি ব্লাও-গেল্ব ফ্রাঙ্কফার্ট | |||||||||||||
২০০৬–২০০৯ | আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট | |||||||||||||
২০০৯–২০১১ | বায়ার্ন মিউনিখ | |||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||
২০১১–২০১৩ | বায়ার্ন মিউনিখ II | ৩১ | (৩) | |||||||||||
২০১২–২০১৩ | বায়ার্ন মিউনিখ | ৪ | (১) | |||||||||||
২০১৩–২০১৪ | বায়ের লেভারকুসেন | ২৯ | (৩) | |||||||||||
২০১৪– | লিভারপুল | ১০৭ | (৮) | |||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||
২০০৯ | জার্মানি অনূর্ধ্ব ১৫ | ১ | (০) | |||||||||||
২০০৯–২০১০ | জার্মানি অনূর্ধ্ব ১৬ | ৮ | (২) | |||||||||||
২০১০–২০১১ | জার্মানি অনূর্ধ্ব ১৭ | ২৩ | (৩) | |||||||||||
২০১২–২০১৩ | জার্মানি অনূর্ধ্ব ১৯ | ৫ | (০) | |||||||||||
২০১৩–২০১৫ | জার্মানি অনূর্ধ্ব ২১ | ১৩ | (১) | |||||||||||
২০১৫– | জার্মানি | ২০ | (১) | |||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২:২৭, ১৪ই জানুয়ারী ২০১৮ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১:৪৭, ১৪ই নভেম্বর ২০১৭ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
এমরে জান (তুর্কি উচ্চারণ: [ˈɛmrɛ ˈd͡ʒɑn],[৩] জন্ম ১২ জানুয়ারী ১৯৯৪) একজন জার্মান পেশাদার ফুটবলার, যিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে জনপ্রিয় ব্রিটিশ ফুটবল ক্লাব লিভারপুল এবং জার্মানি জাতীয় দল-এর হয়ে খেলে থাকেন। একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন খেলোয়াড়, যিনি একজন ডিফেনসিভ মিডফিল্ডার হিসেবে খেলার পাশাপাশি একজন সেন্ট্রে ব্যাক এবং ফুল ব্যাক হিসেবেও খেলতে পারেন।
২০১৩ সালে জার্মান ক্লাব বায়ের লেভারকুসেন-এ স্থানান্তরিত হবার আগ পযন্ত, তিনি আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ-এর হয়ে তার জ্যেষ্ঠ খেলোয়াড়ী জীবন শুরু করেন, যেখানে তিনি বেশির ভাগ সময়েই ক্লাবের সংরক্ষিত খেলোয়াড়দের নিয়ে করা দল বায়ার্ন মিউনিখ II-এ খেলেন। এক সিজন পরেই, তিনি জনপ্রিয় ব্রিটিশ ক্লাব লিভারপুল এর সাথে £৯.৭৫;মিলিয়ন পাউন্ডের একটি চুক্তি স্বাক্ষর করেন, এর পর থেকে তিনি লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা সমূহ মিলিয়ে ১৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন।
জান, জার্মানির হয়ে অনূর্ধ্ব ১৫ দল থেকে অনূর্ধ্ব ২১ দল পযন্ত প্রতিনিধিত্ব করেন, এছাড়াও ২০১৫ সালে অনুষ্ঠেও ২০১৫ অনূর্ধ্ব ২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-এ ও খেলেন। ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে, তিনি জ্যেষ্ঠ খেলোয়াড় জীবনে অভিষেক ঘটান এবং ২০১৬ সালে অনুষ্ঠেও ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ-এর জন্য নির্বাচিত হন। এর পরবর্তী বছরে তিনি রাশিয়ায় অনুষ্ঠেও ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপ-এ অংশগ্রহণকৃত জার্মানি দলের একজন ছিলেন, এবং যেটিতে তারা বিজয়ী হন।
তার জন্ম ১৯৯৪ সালে, জার্মানির হেসেন রাজ্যের ফ্রাঙ্কফুর্ট শহরের এক তুর্কী পরিবার-এ। জান মাত্র ছয় বছর বয়সে তার শহরের নিকটস্থ "এসভি ব্লাও-গেল্ব ফ্রাঙ্কফার্ট" নামক একটি ফুটবল স্থানীয় ক্লাবে যোগ দেন এবং ২০০৬ সাল পযন্ত সেখানেই খেলেন, পরবর্তীতে তিনি ইয়থ একাডেমী অব আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট-এ যোগ দেন। তার দুটো ফ্রাঙ্কফার্ট ক্লাবের সাথে খেলার সময়কালে মূলত তিনি মিডফিল্ডার অবস্থানে খেলেন, যেখানে তিনি আক্রমনে খেলার ভূমিকাও পালন করেন।[৪][৫][৬] ২০০৯ সালে, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ-এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর মাত্র ১৫ বছর বয়সে তিনি তার আবাসস্থল পরিবর্তন করে জার্মানির বাভারিয়া রাজ্যে চলে আসেন।[৬]
তার বংশপরিচয় তুর্কি হওয়ার দরুন, জান তুরস্ক জাতীয় ফুটবল দল-এর হয়ে খেলার যোগ্যতা রাখেন, কিন্তু তিননি নিদৃষ্ট করেন যে "তিনি জার্মানির জন্য খেলতে খুব পছন্দ করেন, এবং তিনি জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন এর সাথেও যুক্ত হতে চান"।[৭][৮][৯]
ক্লাব | Season | লিগ | কাপ1 | লিগ কাপ2 | বৈদেশিক3 | অন্যান্য4 | Total | তথ্যসূত্র | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
লিগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | |||
বায়ার্ন মিউনিখ II | ২০১১–১২ | রেজিওনালিগা সুদ | ১৭ | ১ | — | ১৭ | ১ | [১০] | |||||||
২০১২–১৩ | রেজিওনালিগা বায়ার্ন | ১৪ | ২ | ১৪ | ২ | [১১] | |||||||||
Totals | ৩১ | ৩ | — | ৩১ | ৩ | — | |||||||||
বায়ার্ন মিউনিখ | ২০১২–১৩ | বুন্দেসলিগা | ৪ | ১ | ২ | ০ | — | ০ | ০ | ১ | ০ | ৭ | ১ | [১১] | |
বায়ার্ন লেভারকুসেন | ২০১৩–১৪ | ২৯ | ৩ | ৩ | ১ | ৭ | ০ | — | 39 | 4 | [১২] | ||||
লিভারপুল | ২০১৪–১৫ | প্রিমিয়ার লিগ | ২৭ | ১ | ৬ | ০ | ৩ | ০ | ৪ | ০ | ৪০ | ১ | [১১] | ||
২০১৫–১৬ | ৩০ | ১ | ০ | ০ | ৫ | ০ | ১৪ | ১ | ৪৯ | ২ | [১১] | ||||
২০১৬–১৭ | ৩২ | ৫ | ২ | ০ | ৬ | ০ | — | ৪০ | ৫ | [১১] | |||||
২০১৭–১৮ | ১৮ | ১ | ১ | ০ | ০ | ০ | ৮ | ৩ | — | ২৭ | ৪ | [১১] | |||
সর্বমোট | ১০৭ | ৮ | ৯ | ০ | ১৪ | ০ | ২৬ | ৪ | — | ১৫৬ | ১২ | — | |||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ১৭১ | ১৫ | ১৪ | 1 | ১৪ | ০ | ৩৩ | ৪ | 1 | ০ | ২৩৩ | ২০ | — |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
জার্মানি | ২০১৫ | ৩ | ০ |
২০১৬ | ৪ | ০ | |
২০১৭ | ১৩ | ১ | |
সর্বমোট | ২০ | 1 |