এলিজাবেথ লেইল | |
---|---|
Elizabeth Lail | |
জন্ম | এলিজাবেথ ডিন লেইল ২৫ মার্চ ১৯৯২[১] উইলিয়ামসন কাউন্টি, টেক্সাস , যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অভ ক্যারোলিনা স্কুল অভ দ্য আর্টস |
পেশা | অভিনয় |
কর্মজীবন | ২০১১ – চলছে |
আদি নিবাস | অ্যাশেবোরো, নর্থ ক্যারোলিনা, যুক্তরাষ্ট্র |
এলিজাবেথ ডিন লেইল (জন্ম ২৫শে মার্চ,১৯৯২) [১] একজন মার্কিন অভিনেত্রী।সুপার ন্যাচারাল হরর টেলিভিশন সিরিজ ডেড অভ সামারে অ্যামি হিউজ, সাইকোলজিক্যাল থ্রিলার টেলিভিশন সিরিজ ইউতে গুয়েনেভার বেক চরিত্রে অভিনয়ের সুবাদে তিনি সুপরিচিত। এছাড়াও তিনি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ঘরানার ওয়ান্স আপন এ টাইম নামের টেলিভিশন সিরিজের চতুর্থ মৌসুমে অ্যানা চরিত্রে অভিনয় করেছেন।
লেইল টেক্সাসের উইলিয়ামসন কাউন্টিতে লিউরেন এবং ডিন ফ্রাঙ্কলিন লেইল এর ঘরে জন্মগ্রহণ করেন।তার একজন বড়বোন রয়েছে। নর্থ ক্যারোলিনার অ্যাশেবোরোতে লেইল বেড়ে উঠেছেন। ২০১০ সালে অ্যাশেবোরো হাই স্কুল থেকে শিক্ষাগ্রহণ শেষে তিনি ইউনিভার্সিটি অভ নর্থ ক্যারোলিনা স্কুল অভ দ্য আর্টসে ভর্তি হোন। এখান থেকে ২০১৪ এর মে মাসে স্নাতক সম্পন্ন করেন।[২][৩]
লেইল স্টুডেন্ট ফিল্ম প্রডাকশনের অধীনে বেশিরভাগ কাজ করেছেন; যেমন: মডেল অ্যারোপ্লেন উইথআউট । বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পরপরই মঞ্চাভিনয়ের জন্য নিউ ইয়র্কে চলে আসেন। এবিসি'র ওয়ান্স আপন আ টাইমের জন্য অডিশন দিলে তিনি সিরিজটির চতুর্থ মৌসুমে অ্যানা চরিত্রে অভিনয়ের সুযোগ পান[৪][৫]। ফ্রিফর্মের হরর সিরিজ ফ্রিডমে তিনি অভিনয় করেন, এখানে তাকে দেখা যায় ক্যাম্প কাউন্সিলর অ্যামি'র ভূমিকায়[৬] । ২৭ জুলাই, ২০১৭ সালে নেটফ্লিক্স/লাইফটাইম টেলিভিশন সিরিজ ইউতে প্রধান চরিত্রে জন্য নির্বাচিত করা হয়, তার বিপরীতে অভিনয় করেন পেন ব্যাজলি ও শ্যায় মিচেল। চরিত্রটির জন্য ৪৫তম স্যাটার্ন পুরস্কারে 'স্ট্রিমিং উপস্থাপনে সেরা অভিনেত্রী' বিভাগে মনোনীত হোন[৭][৮] । ইউয়ের দ্বিতীয় মৌসুমে গুয়েনেভার বেক হিসেবে তার সাময়িক উপস্থিতি দেখা যাবে বলে ২০১৯ এর অক্টোবরে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন।[৯][১০]
লেইল ২০১৯ সালে হরর ছবি কাউন্টডাউনে প্রধান চরিত্রে অভিনয় করেন।[১১][১২]
সাল | পুরস্কার | বিভাগ | মনোনীত কাজ | ফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১৯ | স্যাটার্ন পুরস্কার | স্ট্রিমিং উপস্থাপনে সেরা অভিনেত্রী | ইউ | মনোনীত | [৮] |