ওদালগুড়ি জেলা

ওদালগুড়ি জেলা
ওদালগুৰি জিলা
জেলা
আসামে ওদালগুড়ি জেলার অবস্থান
আসামে ওদালগুড়ি জেলার অবস্থান
স্থানাঙ্ক:
দেশ ভারত
রাজ্যআসাম
সদরদপ্তরওদালগুড়ি
আয়তন
 • মোট১,৬৭৬ বর্গকিমি (৬৪৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১[])
 • মোট৮,৩২,৭৬৯
 • জনঘনত্ব৫০০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
পিনকোড৭৮৪৫০৯
টেলিফোন কোড০৩৭১১
আইএসও ৩১৬৬ কোডIN-AS
যানবাহন নিবন্ধনAS-27
ওয়েবসাইটudalguri.gov.in
ভৈরবকুন্ড

ওদালগুড়ি জেলা (অসমীয়া: ওদালগুৰি জিলা; Pron:ˌʊdʌlˈgʊəri) ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার ভিতরে একটি। ওদালগুরি জেলা বোড়োল্যান্ড স্বায়ত্বশাসিত পরিষদের অন্তৰ্গত। ওদালগুড়ি নগর জেলার সদরদপ্তর।

ভৌগোলিক বিবরণ

[সম্পাদনা]

ওদালগুরি জেলার ভৌগোলিক অবস্থান ৯১°৪৫′ থেকে ৯২°১৫′ দ্রাঘিমাংশ এবং ২৬°১৫′ থেকে ২৭° অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। ওদালগুরি জেলার উত্তরে ভুটান এবং অরুণাচল প্রদেশ, পূবে শোণিতপুর জেলা, পশ্চিমে বাক্সা এবং কামরূপ জেলা, দক্ষিণে দরং জেলা অবস্থিত। ওদালগুরি জেলার (বিটিএডি) আয়তন ৩৪৮১ বর্গ কিলোমিটার।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Udalguri : Census 2011; আহৰণৰ তাৰিখ: ২২ এপ্ৰিল, ২০১২

বহিঃসংযোগ

[সম্পাদনা]