ওভার দ্য লিমিট | |
---|---|
সংস্থা | ডাব্লিউডাব্লিউই |
ব্র্যান্ড | র (২০১০-২০১১) স্ম্যাকডাউন (২০১০-২০১১) |
প্রথম অনুষ্ঠান | ওভার দ্য লিমিট (২০১০) |
সর্বশেষ অনুষ্ঠান | ওভার দ্য লিমিট (২০১২) |
বিশেষায়িত ম্যাচ | আই কুইট ম্যাচ |
ওভার দ্য লিমিট হলো পেশাদারি কুস্তির একটি পে-পার-ভিউ ইভেন্ট। যেটি ডাব্লিউডাব্লিউই কর্তৃক আয়োজিত হয়ে থাকে। ২০১০ সালে জাজমেন্ট ডে এর স্থলে ওভার দ্য লিমিট পিপিভি প্রথম অনুষ্ঠিত হয়। ২০১৩ সালে ওভার দ্য লিমিট অক্টোবরে হওয়ার কথা থাকলেও তার জায়গায় ব্যাটেলগ্রাউন্ড পিপিভি অনুষ্ঠিত হয়। ২০১২ সালে ছিল এই পিপিভির শেষ ইভেন্ট। ওভার দ্য লিমিট পিপিভির ইতিহাসে সবগুলো ইভেন্টে মেইন ইভেন্ট করেছিলেন জন সিনা।
২০১০ সালে ডাব্লিউডাব্লিউই তাদের মে মাসের প্রতি-দর্শনে-পরিশোধমূলক অনুষ্ঠান জাজমেন্ট ডে কে সরিয়ে ওভার দ্য লিমিট নামে নতুন ইভেন্ট আয়োজন করে।[১] প্রথম অনুষ্ঠানটি মে ২৩, ২০১০ সালে ডেট্রয়েট, মিশিগান এর জো লুইস এরেনায় অনুষ্ঠিত হয়।[২] ওভার দ্য লিমিট ছিল একটি স্বল্পমেয়াদী ইভেন্ট। ২০১২ সালে এর সর্বশেষ ইভেন্ট অনুষ্ঠিত হয়।[৩] ২০১৩ সালের অক্টোবরে এই ইভেন্টটি আয়োজন করার কথা ছিল কিন্তু তা বাতিল করে এর বদলে ব্যাটেলগ্রাউন্ড অনুষ্ঠিত হয়।[৪][৫] "ওভার দ্য লিমিট" নামটি হার্ডকোর ভিত্তিক রেসলিং প্রসঙ্গ করে রাখা হয়েছে। কারন প্রত্যেক বছরের মেইন ইভেন্টে একটি হার্ডকোর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০১০ এবং ২০১১ সালে "আই কুইট" ম্যাচ এবং ২০১২ সালে নো ডিস্কোয়ালিফিকেশন ম্যাচ[২][৬][৩]
ওভার দ্য লিমিট ডাব্লিউডাব্লিউই'র প্রথম ব্র্যান্ড সম্প্রসারণের সময় পরিচয় করানো হয়। যেখানে রোস্টার দুইভাগে ভাগ হয়ে নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য কুস্তি করে৷[৭] ২০১১ এবং ২০১২ এর ইভেন্টে র এবং স্ম্যাকডাউন এর কুস্তিগীররা লড়াই করেছে৷[২][৬] প্রথম ব্র্যান্ড সম্প্রসারণ আগস্ট ২০১১ সালে শেষ হয়।[৮]
ইভেন্ট | তারিখ | শহর | স্থান | মেইন ইভেন্ট | উপস্থিতি | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ওভার দ্য লিমিট (২০১০) | মে ২৩, ২০১০ | ডেটরইট, মিশিগান | জো লুইস এরেনা | জন সিনা (চ) বনাম বাতিস্তা আই কুইট ম্যাচ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশীপের জন্য |
১১,০০০[৯] | ||||
ওভার দ্য লিমিট (২০১১) | মে ২২, ২০১১ | সিটল, ওয়াশিংটন | কেই এরেনা | জন সিনা (চ) বনাম দ্য মিজ "আই কুইট ম্যাচ" ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশীপের জন্য |
৭,৫০০[১০] | ||||
ওভার দ্য লিমিট (২০১২) | মে ২০, ২০১২ | রালেইজ, নর্থ ক্যারোলিনা | পিএনসি এরেনা | জন লরিনিটস বনাম জন সিনা নো ডিসকোয়ালিফিকেশন সাথে স্টিপুলেশন যদি সিনা জিতে তাহলে লরিনিটস কে বের করে দেওয়া হবে, আর যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে তাকে বের করে দেওয়া হবে |
৮,০০০[১১] | ||||
(চ) দ্বারা চ্যাম্পিয়ন কে বোঝানো হয়েছে
|