অবস্থান | গুইন হল, নেথ |
---|---|
প্রতিষ্ঠিত | ২০১১ |
উৎসবের তারিখ | মে-জুলাই |
ভাষা | ইংরেজি |
ওয়েবসাইট | walesfilmfestival |
ওয়েলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইংরেজি: Wales International Film Festival) (ওয়েলসআইএফএফ) হল একটি চলচ্চিত্র উৎসব, যা ওয়েলসের নেথ শহরের গুইন হলে অনুষ্ঠিত হয়। এটি ইউরোস জোনস-ইভান্স ও সামিরা মোহাম্মদ আলী কর্তৃক ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১][২][৩][৪]