![]() | ||||||||||||
নীতিবাক্য | Dominus fortitudo nostra (লাতিন) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বাংলায় নীতিবাক্য | প্রভু আমাদের শক্তি | |||||||||||
ধরন | সরকারি | |||||||||||
স্থাপিত | ১৮৩৮: রয়েল পলিটেকনিক ইন্সটিটিউশন ১৮৯১: পলিটেকনিক-রিজেন্ট স্ট্রিট ১৯৭০: পলিটেকনিক অব সেন্ট্রাল লন্ডন ১৯৯২: ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার | |||||||||||
বৃত্তিদান | £৫.১৮ মিলিয়ন (২০১৭–১৮)[১] | |||||||||||
বাজেট | £২০৫.১ মিলিয়ন (২০১৭–১৮)[১] | |||||||||||
আচার্য | লেডি ফ্রান্সেস সোরেল | |||||||||||
উপাচার্য | ডক্টর পিটার বনফিল্ড ওবিই | |||||||||||
শিক্ষার্থী | ১৮,৮৮৫ (২০১৮/১৯)[২] | |||||||||||
স্নাতক | ১৪,৭৭৫ (২০১৮/১৯)[২] | |||||||||||
স্নাতকোত্তর | ৪,১০৫ (২০১৮/১৯)[২] | |||||||||||
অবস্থান | , | |||||||||||
পোশাকের রঙ | রাজকীয় নীল, ফিউসিয়া | |||||||||||
অধিভুক্তি | ||||||||||||
ওয়েবসাইট | www.westminster.ac.uk | |||||||||||
![]() | ||||||||||||
![]() |
ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৩৮ সালে রয়াল পলিটেকনিক ইন্সটিটিউশন হিসাবে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত প্রথম পলিটেকনিক।[৩] ১৮৩৯ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে পলিটেকনিকটি একটি রয়্যাল সনদ গ্রহণ করে এবং ১৯৯২ সাল থেকে ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার হিসাবে কার্যক্রম পরিচালনা করছে।[৪]
ওয়েস্টমিনিস্টারের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী, কর্ডাইট উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ, মেয়র, অলিম্পিয়ান, বিজ্ঞানী, বাফটা ও অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতারা,[৫] রক অ্যান্ড রোল হল অব ফেম এবং গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সঙ্গীতজ্ঞ, সাংবাদিক এবং কবি।
<ref>
ট্যাগ বৈধ নয়; Granta Editions
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি