ওরাং জাতীয় উদ্যান (Orang National Park) | |
---|---|
আইইউসিএন বিষয়শ্রেণী II (জাতীয় উদ্যান) | |
![]() ভারতের আসামের ওরাং টাইগার রিজার্ভে সোনালী আওয়ারে বৃহত্তর এক শৃঙ্গযুক্ত গণ্ডার। | |
অবস্থান | দরং জেলা এবং শোণিতপুর জেলা, আসাম, ভারত |
নিকটবর্তী শহর | তেজপুর |
স্থানাঙ্ক | ২৬°৩৩′২৫″ উত্তর ৯২°১৯′৪০″ পূর্ব / ২৬.৫৫৬৮১৪৮° উত্তর ৯২.৩২৭৯০১৬° পূর্ব |
আয়তন | ৭৮.৮১ |
স্থাপিত | ১৯৯৯ |
কর্তৃপক্ষ | ভারত সরকার, আসাম সরকার |
ওরাং জাতীয় উদ্যান (অসমীয়া: ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যান) (উচ্চারণ: ɒˈræŋ or ɒˈrɑ:ŋ), ব্রহ্মপুত্র নদের, আসামের দরং জেলা এবং শোণিতপুর জেলাতে অবস্থিত একটি রাষ্ট্ৰীয় উদ্যান। এর আয়তন প্ৰায় ৭৮.৮১ বৰ্গ কিলোমিটার। ১৯৮৫ সনে ওরাং অভয়ারণ্য এবং ১৯৯৯ সনের ১৩ এপ্ৰিলে রাষ্ট্ৰীয় উদ্যানরূপে স্বীকৃতি দেয়া হয়। কাজিরাঙা জাতীয় উদ্যানের সাথে লাগোয়া এবং একই ধরনের বনাঞ্চল তথা পৃথিবী বিখ্যাত একশিঙী গণ্ডারের বাসস্থান হওয়ায় বহু মানুষ ওরাং-কে ‘মিনি কাজিরাঙা’ বলে আখ্যা দিয়ে থাকে। এই রাষ্ট্ৰীয় উদ্যান জীববৈচিত্রের জন্য খু্বই বিখ্যাত। এখানে অনেক প্ৰজাতির উদ্ভিদ তথা জীবজন্তু দেখতে পাওয়া যায়। এগুলোর ভেতরে ভারতীয় গণ্ডার, বেঁটে শূকর, এশীয় হাতি, বুনো মহিষ, বেঙ্গল টাইগার ইত্যাদি প্রধান।[১][২][৩][৪][৫]