কংকা (Redspot Jezebel) | |
---|---|
![]() | |
ডানা বন্ধ অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণীজগৎ |
পর্ব: | সন্ধিপদী |
শ্রেণী: | পতঙ্গ |
বর্গ: | লেপিডোপ্টেরা |
পরিবার: | Pieridae |
গণ: | Delias |
প্রজাতি: | D. descombesi |
দ্বিপদী নাম | |
Delias descombesi Boisduval, 1836 |
কংকা[১] (বৈজ্ঞানিক নাম: Delias descombesi(Boisduval)) ‘পিয়েরিডি’ (Pieridae) গোত্র ও 'পাইরিনি' (Pierinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাপতি।
কংকা এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৬৫-৯০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]
ভারতে প্রাপ্ত কংকা এর উপপ্রজাতি হল-[২]
ভারতে পশ্চিমবঙ্গ, সিকিম থেকে অরুণাচল প্রদেশ[৩], নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমারের ট্যানিনথারি (Tanintharyi) অঞ্চল[৪], থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয় উপদ্বীপ এর বিভিন্ন অঞ্চলে এদের দেখা যায়।[৫]
প্রজাপতির দেহাংশের পরিচয় বিশদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-
ডানার উপরিতল অস্বচ্ছ সাদা ও সরু কালো শিরার দাগ দ্বারা অস্পষ্টভাবে চিত্রিত।
সামনের ডানা : কোস্টা ও টার্মিনাল প্রান্তরেখা সরুভাবে কালো। ডানার একদম গোড়ার দিকের অংশ (extreme base), শীর্ষভাগ (apex) চওড়াভাবে এবং সাব-টার্মিনাল অংশ কমবেশি ঘনভাবে কালো আঁশে ছাওয়া। টার্মেন-এর কালো সীমারেখা (border) নিচের দিকে ক্রমশ সরু ও অধিকতর ফ্যাকাশে হয়ে গেছে।
পিছনের ডানা : টার্মেন সরুভাবে কালো ও সাব-টার্মিনাল অংশ কালো আঁশের ছিটেযুক্ত। ডানার একদম গোড়ার দিকের অংশ (extreme base) কালো ও ঘনভাবে কালো আঁশে ছাওয়া। ডরসাম ফ্যাকাশে কালচে ও টর্নাস অংশে হালকা হলুদের ছোঁয়া লক্ষ্য করা যায়।
ডানার নিম্নতলের মূল রঙ সামনের ডানায় কালো ও পিছনের ডানায় হলুদ।
সামনের ডানা : সামনের ডানার মূল রঙ কালো। সেল-এর শেষভাগে ও ডিসকো-সেলুলার অংশে কোস্টার সামান্য নিচে তীর্যকভাবে অবস্থিত একটি ছোট ও চওড়া বন্ধনী দেখা যায়। এপিক্যাল (epical) অংশ থেকে টার্মেন বরাবর টার্মিনাল প্রান্তরেখা (margin) স্পর্শ না করে কতগুলি লম্বাটে চওড়া ও প্রায় গোলাকৃতি সাদা ছোপের সারি বর্তমান। উক্ত ছোপসারির উপরিভাগের ছোপগুলি লম্বাটে, ভিতরের দিকে তীক্ষ্ণ ও চওড়া, ঈষদ হলুদাভ সাদা ও কালো আঁশে ছাওয়া এবং নিম্নভাগের ছোপগুলি প্রায় গোলাকার, সাদা ও কমবেশি কালো আঁশের ছিটেযুক্ত। ডানার উভয় প্বার্শেই ১ থেকে ৪ নম্বর শিরা ধূসর বর্ণের।
পিছনের ডানা : পিছনের ডানা ক্রোমিয়ামএর ন্যায় উজ্জ্বল হলুদ। কোস্টা ও টার্মেন চওড়াভাবে কালো। কোস্টার সামান্য নিচে (৭ নম্বর ইন্টারস্পেসে) বেসাল অংশে কোস্টার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত একটি লম্বাটে ও প্রায় ডিম্বাকৃতি সিঁদুররঙা ছোপ বর্তমান। উক্ত ছোপটির বহি:প্রান্ত তীক্ষ্ণ ও অস্পষ্ট। হলুদ টার্মিনাল প্রান্তরেখা বরাবর সাব-টার্মিনাল অংশে একসারি বিভিন্ন আকৃতির বড় হলুদ ছোপ টর্নাসের আগে পর্যন্ত বিস্তৃত। উক্ত হলুদ ছোপগুলির মধ্যে টর্নাসের নিকটস্থ ছোপটি সবচেয়ে ছোট। কালো সাব-টার্মিনাল অংশের ভিতরের প্রান্তরেখা (margin) প্রতিটি ইন্টারস্পেসে শঙ্কু আকৃতির গঠন সৃষ্টি করেছে।[৬]
ডানার উপরিতল কালো, তবে পিছনের ডানার অধিকাংশ অংশই হলুদাভ সাদা।
সামনের ডানা : সামনের ডানার উপরিতল কালো। সেলের বহি:প্রান্তভাগে চওড়া ও তীর্যকভাবে অবস্থিত একটি সাদা লম্বাটে দাগ এবং বক্রাকার একসারি সাদা সাব-টার্মিনাল ছোপ লক্ষ্য করা যায়। উক্ত ছোপসারির শীর্ষভাগের (apical) ছোপগুলি লম্বাটে ও বাইরের দিকে বর্শা বা বল্লম -এর মতো তীক্ষ্ণ (speare -headed) এবং নিচের দিকের ছোপগুলি ছোট।[৭] পিছনের ডানা : পিছনের ডানায় কোস্টা ও টার্মেন চওড়াভাবে কালো। ডানার বাকি অংশ হলুদাভ সাদা ও হালকাভাবে কালো আঁশের ছিটেযুক্ত। ডানার নিম্নতলের বেসাল অংশস্থ ও কোস্টার সামান্য নিচে অবস্থিত সিঁদুররঙা লম্বাটে দাগটি উপরিতলে স্বচ্ছতার কারণে অস্পষ্টভাবে দৃশ্যমান। চওড়া কালো সাব-টার্মিনাল অংশে অস্পষ্ট ফ্যাকাশে সাদা ছোপের একটি বক্রাকার সারি বর্তমান।
ডানার নিম্নতল পুরুষ নমুনার প্রায় অনুরূপ, তবে পিছনের ডানায় খানিক সাদৃশ্যহীন।
সামনের ডানা: সামনের ডানার নিম্নতল উপরিতলেরই অনুরূপ ও পুরুষ নমুনার নিম্নতলের সামনের ডানার সহিত সাদৃশ্যযুক্ত, শুধুমাত্র মধ্যবর্তী শিরা ও ২ থেকে ৪ নম্বর শিরা বরাবর ধূসর বর্ডার স্ত্রী নমুনাতে খুব সরু।
পিছনের ডানা : পিছনের ডানার নিম্নতলের বেসাল সিঁদুররঙা ছোপটি ও অন্যান্য দাগ-ছোপগুলি পুরুষ নমুনার অনুরূপ, তবে পুরুষ নমুনার ক্রোমিয়ামের ন্যায় উজ্জ্বল হলুদ রঙ স্ত্রী নমুনায় অনুপস্থিত। স্ত্রী নমুনায় সেল (আংশিকভাবে), বেসাল অংশ ও ডরসাম ঈষদ হলুদাভ ও কালো আঁশের ছিটেযুক্ত ; বাকি অংশ ফ্যাকাশে সাদা।
উভয় নমুনাতেই শুঙ্গ কালো; মাথা, বক্ষদেশ (thorux) ও উদর উপরিতলে ধূসর এবং নিম্নতলে সাদা।[৬][৮]
এই প্রজাতির উড়ান দুর্বল। ফুলে বসে মধুপান করা এদের প্রিয় অভ্যাস।[৭] উঁচু ফুলে ভরা গাছেও প্রায়শই এদের উড়তে ও বসতে দেখা যায়। পুরুষ নমুনা ভিজে মাটিতে মাড-পাডলিংএ অভ্যস্ত। হিমালয়ের ১৫০০ মিটারের নিচু উচ্চতাসম্পন্ন উষ্ণ পার্বত্য উপত্যকা ও মুক্ত বনাঞ্চল এই প্রজাতির বিশেষ পছন্দের বাসভূমি। সাধারণত মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এদের দেখা মেলে।[৯]