কই বান্দি Spiketail paradisefish | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Osphronemidae |
গণ: | Pseudosphromenus |
প্রজাতি: | P. cupanus |
দ্বিপদী নাম | |
Pseudosphromenus cupanus (G. Cuvier, 1831) | |
প্রতিশব্দ | |
Polyacanthus cupanus Köhler, 1908[২] |
কই বান্দি (বৈজ্ঞানিক নাম: Pseudosphromenus cupanus) (ইংরেজি: spiketail parasidefish) হচ্ছে Osphronemidae[৫][৬] পরিবারের Pseudosphromenus গণের একটি স্বাদুপানির মাছ।
কই বান্দি প্রজাতিটি দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় পাওয়া যায়। এছাড়াও মাছটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং মালয় পর্যন্ত বিস্তৃত।[৭]
এই প্রজাতিটি প্রায়শই অগভীর, ধীর গতির বা স্থবির পানিতে চলাচল করে; যেমন খাদ এবং ধানের জমিতে দেখা যায়। পুরুষ মাছ নিজের মুখে ডিম সংগ্রহ করে এবং বাসা তৈরি করে। ডিম ফোটার পরেও বাসা রক্ষা পোনার জন্য। খাবার হিসাবে চিংড়ি, কীট পতঙ্গ খায়।[৮]
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়। এদেরকে পুকুর, বিল বা ডোবা সেচ বা শুকিয়ে যাবার পরও পাওয়া যায়। সাধারণত এ মাছ বাজারে দেখা যায় না।[৯]
এই প্রজাতির মাছ প্রায় ৭.৫ সেমি পর্যন্ত লম্বা হয়। এরা বেশ শক্তিশালী, অধিক ছোটাছুটি করে এবং লাফায়। অ্যাকুরিয়ামে এই মাছ ঢাকনা দিয়ে রাখা উচিৎ।
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।