කොළඹ විශ්වවිද්යාලය கொழும்புப் பல்கலைக்கழகம் | |
নীতিবাক্য | সংস্কৃত: बुद्धिः शर्वत्र भ्रजते (বুদ্ধি সর্বত্র ভ্রজতে) |
---|---|
বাংলায় নীতিবাক্য | জ্ঞান আলোকিত করে |
ধরন | সরকারী বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯২১ |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (শ্রীলঙ্কা) কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সংঘ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সংঘ |
বৃত্তিদান | ১৪ কোটি শ্রীলঙ্কান রূপী[১] |
আচার্য | ডক্টর অসওয়াল্ড গোমেজ |
উপাচার্য | জ্যেষ্ঠ অধ্যাপক চন্দ্রিকা এন বিজয়রত্ন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২৪০[১] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ১,৬০০[১] |
শিক্ষার্থী | ১১,৬০৪[১] |
স্নাতক | ৯,১০০[১] |
স্নাতকোত্তর | ২,৫০৪[১] |
অবস্থান | , |
শিক্ষাঙ্গন | শহর |
প্রকাশনী | ইউনিভার্সিটি অব কলম্বো রিভিউ দ্য সিলন জর্নাল অব মেডিক্যাল সাইন্স |
পোশাকের রঙ | |
ক্রীড়াবিষয়ক | ২৯টি এথলেটিক দল |
ক্রীড়ার অধিভুক্তি | শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াসমূহ |
ওয়েবসাইট | www |
কলম্বো বিশ্ববিদ্যালয় হচ্ছে শ্রীলঙ্কার একটি সরকারী বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে এই বিশ্ববিদ্যালয়টি ব্রিটিশরা তৈরি করে যায়। এটি রাজধানী কলম্বোর সিনামন গার্ডেন্সে অবস্থিত।
১৮৭০ সালে ব্রিটিশরা 'সিলন মেডিক্যাল স্কুল' নামের একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলো এই বিশ্ববিদ্যালয়ের স্থানে। ১৮৭০-এর জুনে তৈরি করা বিদ্যালয়টি ছিলো ভারতীয় উপমহাদেশে করা দ্বিতীয় চিকিৎসাবিষয়ক বিদ্যালয়। ১৮৮০ সালে স্কুলটি কলেজে রূপান্তরিত হয়ে যায় (নাম হয়ে যায় 'সিলন মেডিক্যাল কলেজ')। ১৯০৬ সালে একই জায়গায় 'সিলন বিশ্ববিদ্যালয় কলেজ' নামের আরেকটি প্রতিষ্ঠান তৈরি করার সিদ্ধান্ত হয়; যদিও এটা ১৯২১ সালে আত্মপ্রকাশ করেছিলো। ১৯৪২ সালের ১ জুলাই 'সিলন বিশ্ববিদ্যালয়' আত্মপ্রকাশ করে কিন্ত কলম্বো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বছর ১৯২১-ই ধরা হয়। ১৯৭০-এর দশকে বিশ্ববিদ্যালয়টির নাম 'কলম্বো বিশ্ববিদ্যালয়'তে রূপান্তরিত হয়ে যায়।[২]
১৯৭৮ সালে বিশ্ববিদ্যালয়টিতে চিকিৎসা, কলা, বিজ্ঞান, শিক্ষা এবং আইন অনুষদ ছিলো।
কলম্বো বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ | |
---|---|
অনুষদ | প্রতিষ্ঠার বছর |
চিকিৎসাবিজ্ঞান অনুষদ | ১৮৭০ |
বিজ্ঞান অনুষদ | ১৯৪২ |
আইন অনুষদ | ১৯৪৭ |
শিক্ষা অনুষদ | ১৯৪৯ |
কলা অনুষদ | ১৯৬৩ |
অর্থনীতি অনুষদ | ১৯৭৯ |
চিকিৎসাবিজ্ঞান অনুষদ ছিলো এই বিশ্ববিদ্যালয়ের প্রথম অনুষদ; ১৮৭০ সালে 'সিলন মেডিক্যাল কলেজ'-এর সেই রেখে যাওয়া বিষয়টি এখনো বিশ্ববিদ্যালয়টিতে রয়ে গেছে।
শ্রীলঙ্কা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |