ডাকনাম | দার্দানেত (দার্দানীয়) | |||
---|---|---|---|---|
অ্যাসোসিয়েশন | কসোভো ফুটবল ফেডারেশন | |||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | |||
প্রধান কোচ | বের্নার্দ চালেন্দেস | |||
অধিনায়ক | আমির রহমানি | |||
সর্বাধিক ম্যাচ | আমির রহমানি (৩৩) | |||
শীর্ষ গোলদাতা | ভেদাত মুরিকি (১০) | |||
মাঠ | ফাদিল ভোকরি স্টেডিয়াম | |||
ফিফা কোড | KVX[১] | |||
ওয়েবসাইট | ffk-kosova | |||
| ||||
ফিফা র্যাঙ্কিং | ||||
বর্তমান | নেই (২১ ডিসেম্বর ২০২৩)[২] | |||
সর্বোচ্চ | ১১৩ (অক্টোবর ২০১৯[৩]) | |||
সর্বনিম্ন | ১৯০ (জুলাই–আগস্ট ২০১৬[৩]) | |||
এলো র্যাঙ্কিং | ||||
বর্তমান | ৭৭ ৩ (১২ জানুয়ারি ২০২৪)[৪] | |||
সর্বোচ্চ | ৬২ (অক্টোবর ২০১৯) | |||
সর্বনিম্ন | ১২০ (মে–আগস্ট ২০১৪) | |||
প্রথম আন্তর্জাতিক খেলা | ||||
কসোভো ০–০ হাইতি (মিত্রোভিৎসা, কসোভো; ৫ মার্চ ২০১৪) | ||||
বৃহত্তম জয় | ||||
মাল্টা ০–৫ কসোভো (তা'কালি, মাল্টা; ১৭ নভেম্বর ২০১৮) | ||||
বৃহত্তম পরাজয় | ||||
কসোভো ০–৬ ক্রোয়েশিয়া (স্কোডার, আলবেনিয়া; ৬ অক্টোবর ২০১৬) |
কসোভো জাতীয় ফুটবল দল (আলবেনীয়: Kombëtarja e futbollit të Kosovës; সার্বীয়: Фудбалска репрезентација Косова) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কসোভোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম কসোভোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কসোভো ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ২০১৬ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং একই সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ২০১৪ সালের ৫ই মার্চ তারিখে, কসোভো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কসোভোর মিত্রোভিৎসায় অনুষ্ঠিত কসোভো এবং হাইতির মধ্যকার উক্ত ম্যাচটি ০–০ গোলে ড্র হয়েছে।
১৩,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট ফাদিল ভোকরি স্টেডিয়ামে দার্দানেত নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কসোভোর রাজধানী প্রিস্টিনায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বের্নার্দ চালেন্দেস এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাপোলি রক্ষণভাগের খেলোয়াড় আমির রহমানি।
কসোভো এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও কসোভো এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
আমির রহমানি, মের্গিম ভোয়ভোদা, ফিদান আলিতি, ভেদাত মুরিকি এবং আবের জেনেলির মতো খেলোয়াড়গণ কসোভোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১৯ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে কসোভো তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১১৩তম) অর্জন করে এবং ২০১৬ সালের জুলাই মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৯০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে কসোভোর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৬২তম (যা তারা ২০১৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২০। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১ | আর্জেন্টিনা | ১৮৫৫.২ | |
২ | ফ্রান্স | ১৮৪৫.৪৪ | |
৩ | ইংল্যান্ড | ১৮০০.০৫ | |
৪ | বেলজিয়াম | ১৭৯৮.৪৬ | |
৫ | ব্রাজিল | ১৭৮৪.০৯ | |
৬ | নেদারল্যান্ডস | ১৭৪৫.৪৮ | |
৭ | পর্তুগাল | ১৭৪৫.০৬ | |
৮ | স্পেন | ১৭৩২.৬৪ | |
৯ | ইতালি | ১৭১৮.৮২ | |
১০ | ক্রোয়েশিয়া | ১৭১৭.৫৭ |
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৭৫ | ১০ | জর্ডান | ১৫১৩ |
৭৬ | ১৮ | বিষুবীয় গিনি | ১৫০৭ |
৭৭ | ৩ | কসোভো | ১৪৯৯ |
৭৮ | ২০ | আজারবাইজান | ১৪৯৮ |
৭৯ | ৪ | হাইতি | ১৪৯৭ |
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ||
১৯৩০ | যুগোস্লাভিয়া রাজ্যের অংশ ছিল | যুগোস্লাভিয়া রাজ্যের অংশ ছিল | ||||||||||||||
১৯৩৪ | ||||||||||||||||
১৯৩৮ | ||||||||||||||||
১৯৫০ | যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ ছিল | যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ ছিল | ||||||||||||||
১৯৫৪ | ||||||||||||||||
১৯৫৮ | ||||||||||||||||
১৯৬২ | ||||||||||||||||
১৯৬৬ | ||||||||||||||||
১৯৭০ | ||||||||||||||||
১৯৭৪ | ||||||||||||||||
১৯৭৮ | ||||||||||||||||
১৯৮২ | ||||||||||||||||
১৯৮৬ | ||||||||||||||||
১৯৯০ | ||||||||||||||||
১৯৯৪ | যুগোস্লাভিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ ছিল | যুগোস্লাভিয়া যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্রের অংশ ছিল | ||||||||||||||
১৯৯৮ | ||||||||||||||||
২০০২ | ||||||||||||||||
২০০৬ | সার্বিয়া ও মন্টিনিগ্রোর অংশ ছিল | সার্বিয়া ও মন্টিনিগ্রোর অংশ ছিল | ||||||||||||||
২০১০ | ফিফার সদস্য ছিল না | ফিফার সদস্য ছিল না | ||||||||||||||
২০১৪ | ||||||||||||||||
২০১৮ | উত্তীর্ণ হয়নি | ১০ | ০ | ১ | ৯ | ৩ | ২৪ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
মোট | ০/১ | ১০ | ০ | ১ | ৯ | ৩ | ২৪ |
Kosovo (KVX)