ড. কাজী আনোয়ারা মনসুর | |
---|---|
জন্ম | ৬ আগস্ট, ১৯২৩ |
মৃত্যু | ১৪ জুন, ২০০৭ |
নাগরিকত্ব | ![]() |
মাতৃশিক্ষায়তন | লেডি ব্র্যাবোর্ন কলেজ |
প্রতিষ্ঠান | অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা |
পরিচিতির কারণ | শিক্ষাবিদ |
দাম্পত্য সঙ্গী | ডা. কাজী আবুল মনসুর |
সন্তান | নাজমা করিম (কন্যা) শহিদুল আলম (পুত্র) |
পুরস্কার | বেগম রোকেয়া পদক (১৯৯৯) |
ড. কাজী আনোয়ারা মনসুর হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সমাজকর্মী। নারী শিক্ষায় অনন্য সাধারণ অবদানের জন্য ১৯৯৯ সালে তাকে “বেগম রোকেয়া পদক” প্রদান করা হয়।[১]
“মনসুর মিডিয়া” উদ্ভাবক অধ্যাপক ডাঃ কাজী আবুল মনসুর তার স্বামী এবং ফটো সাংবাদিক ড. শহিদুল আলম তার পুত্র।[১]
তিনি কলকাতার লেডি ব্র্যাবোর্ন কলেজে শিক্ষা লাভের পর ১৯৮০ সালে ঢাকা হতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।[২]
১৯৫৭ সালের ২১ জানুয়ারি মাত্র ১৪ জন শিক্ষার্থী নিয়ে তিনি “আজিমপুর কিন্ডার গার্টেন স্কুল” প্রতিষ্ঠা করেন,[৩] যা পরবর্তীতে “অগ্রণী স্কুল এন্ড কলেজ, ঢাকা” নামে পরিচিতি লাভ করে এবং তিনি এখানে একাধারে ৩০ বছর যুক্ত থেকে এদেশে নারী শিক্ষার প্রসারে অনন্য অবদান রাখেন।[৪] ১৯৬৯ সালে কবি সুফিয়া কামালের নেতৃত্বে প্রগতিশীল নারী সংগঠন গড়ে তোলার সময় তিনিও অংশগ্রহণ করেন।[২] তিনি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]
১৯৯৯ সালে সমাজ ও নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত “বেগম রোকেয়া পদক” প্রদান করা হয় তাকে।[১]