কাতারের সরকারি ছুটির দিন

কাতার বেশ কয়েকটি সরকারি ছুটি পালন করে থাকে। প্রতি সপ্তাহে দুটি দিন, শুক্র ও শনিবার। বার্ষিক সরকারি ছুটিতে অন্তর্ভুক্ত রয়েছে:

তারিখ বাংলা নাম স্থানীয় (আরবী) নাম বিবরণ
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার জাতীয় ক্রীড়া দিবস اليوم الوطني للرياضة একটি সরকারি ছুটির দিন। ২০১২ সালে শুরু হয়।[]
১৮ ডিসেম্বর কাতার জাতীয় দিবস اليوم الوطني لقطر কাতারের জাতীয় দিবস।[][]
১ম, ২য়, ৩য় শাওয়াল ঈদ-উল-ফিতর عيد الفطر রমজান শেষ স্মরণে[][]
১০ম, ১১শ, ১২শ জ্বিলহজ্জ ঈদুল আযহা عيد الأضحى হযরত ইব্রাহিম এর পুত্রকে কোরবানী দেয়ার ইচ্ছার স্মরণে। যা বড় উৎসব নামেও পরিচিত। (পালন করা হয় জ্বিলহজ্জ মাসের ১০ থেকে ১৩ তারিখের মধ্যে)। [][]

সরকারি দপ্তর ও ব্যাংকগুলোতে আরো অনেক সরকারি ছুটির দিন পালন করা হয়ে থাকে।[]

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Official holiday as Qatar marks National Sports Day"। Gulf News। ১২ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৫ 
  2. "Qatar Public Holidays 2011"। Q++ Studio। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০ 
  3. "Qatar Public Holidays"। AME info। ২০০৯-১১-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।