কারাক জেলা Karak, Pukhtunkhwa Khattak | |
---|---|
জেলা | |
Karak | |
![]() বাহাদুর খেল পাহাড় | |
স্থানাঙ্ক: ৩৩°০৮′ উত্তর ৭১°০৫′ পূর্ব / ৩৩.১৩৩° উত্তর ৭১.০৮৩° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রতিষ্ঠাকাল | ১৯৮২ সালের জুলাইয়ে |
রাজধানী | কারাক |
আয়তন | |
• মোট | ৩,৩৭২ বর্গকিমি (১,৩০২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ৭,০৬,২৯৯ |
• জনঘনত্ব | ২১০/বর্গকিমি (৫৪০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
তহসিলের সংখ্যা | ৩ |
কারাক জেলা (পশতু: کرک ولسوالۍ, উর্দু: ضِلع کرک ) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত বিভাগের একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির দক্ষিণে কোহাত জেলা এবং পেশোয়ার ও করাচির মধ্যবর্তী প্রধান সিন্ধু মহাসড়কের বন্নু ও লাক্কি মারওয়াত জেলার উত্তর দিকে অবস্থিত। এটি প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ১৯৮২ সালে এটি একটি জেলা হিসেবে মর্যাদা লাভ করে, এর আগে এটি কোহাত জেলার একটি অংশ ছিল।[২]:১ ১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুসারে, জেলাটির মোট জনসংখ্যা ছিল প্রায় ৪,৩১,০০০ জন।[২]:১৯ এখানকার মানুষের প্রধান ভাষা হচ্ছে পশতু, যেটি জনসংখ্যার প্রায় ৯৯.৭% মানুষ মাতৃভাষা হিসেবে ব্যবহার করে থাকেন।[২]:২৪
২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী কারাক জেলার জনসংখ্যা ছিল প্রায় ৭০৬,২৯৯ জন এর মত। [৩]
কারাক জেলা প্রশাসনিকভাবে ৩টি তহসিল নিয়ে গঠিত হয়েছে।[৩]