কালাউন

কালাউন সালিহি
মালিকুল মানসুর
ভেতর থেকে সুলতান কালাউন গম্বুজের একটি দৃশ্য, যেটি মুইয লিদ্বিনিল্লাহ সড়কে অবস্থিত
মিশর ও সিরিয়ার সুলতান
রাজত্বনভেম্বর ১২৭৯ – ১০ নভেম্বর ১২৯০
পূর্বসূরিসোলামিশ
উত্তরসূরিআশরাফ খলিল
জন্মআনু.১২২২
মৃত্যু১০ নভেম্বর ১২৯০ (বয়স ৬৭–৬৮)
কায়রো
স্ত্রী
  • ফাতিমা খাতুন
  • ক্বুতক্বুতিয়া খাতুন
  • সিত্ত আশলুন খাতুন
বংশধর
পূর্ণ নাম
আরবি: الملك الْمَنْصُور سيف الدّين قَلَاوُونَ بن عبد الله الألفي العلائي الصَّالِحِي
(আল মালিকুল মানসুর সাইফুদ্দিন কালাউন বিন আব্দুল্লাহিল আলফি আল আলায়ি আস সালিহি)
ধর্মসুন্নি ইসলাম

কালাউন সালিহি (আরবি: قلاوون الصالحي; আনু. ১২২২ - নভেম্বর ১০, ১২৯০) ছিলেন সপ্তম বাহরি মামলুক সুলতান; তিনি ১২৭৯ থেকে ১২৯০ সাল পর্যন্ত মিশর শাসন করেছিলেন।

জীবনী এবং ক্ষমতায় উত্থান

[সম্পাদনা]

কালাউন ছিলেন বুর্জ ওঘলু উপজাতির একজন কিপচাক,[] যিনি ১২৪০ সালে সুলতান কামিলের পরিবারের একজন সদস্যের কাছে বিক্রি হওয়ার পর একজন মামলুক (দাস সৈনিক) হয়েছিলেন। কালাউন আলফি ("হাজার") নামে পরিচিত ছিলেন কারণ সালিহ আইয়ুব তাকে এক হাজার দিনার সোনা দিয়ে কিনেছিলেন।

কালাউন শুরুতে প্রাথমিক আরবি বলতে পারতেন, কিন্তু তিনি ক্ষমতা ও প্রভাবে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। এমনকি সুলতান বাইবার্সের অধীনে একজন আমির হয়েছিলেন। আবার বাইবার্সের ছেলে সাইদ বারাকাহ কালাউনের মেয়েকে বিয়ে করেছিলেন। বাইবার্স ১২৭৭ সালে মারা যান এবং বারাকাহ তার স্থলাভিষিক্ত হন। ১২৭৯ সালের গোড়ার দিকে বারাকাহ এবং কালাউন আর্মেনীয় রাজ্য সিলিসিয়া আক্রমণ করার সময়ে মিশরে একটি বিদ্রোহ হয়েছিল। যা বারাকাহকে দেশে ফিরে আসার পর সিংহাসন ত্যাগ করতে বাধ্য করে। তার ভাই সোলামিশ তার স্থলাভিষিক্ত হন। কিন্তু ক্ষমতার মূলে ছিলেন কালাউন, যিনি আতাবেগের দায়িত্ব পালন করছিলেন। যেহেতু সোলামিশের বয়স মাত্র সাত বছর, কালাউন যুক্তি দিয়েছিলেন যে, মিশরের একজন প্রাপ্তবয়স্ক শাসকের প্রয়োজন। এরপর সোলামিশকে ১২৭৯ সালের শেষের দিকে সোলামিশকে কনস্টান্টিনোপলে নির্বাসনে পাঠানো হয়েছিল।[][] এরপর কালাউন মালিকুল মানসুর উপাধি গ্রহণ করে সিংহাসনে আরোহন করেন।

দামেস্কের গভর্নর সুঙ্গুর কালাউনের ক্ষমতায় আরোহণের সাথে একমত হননি এবং নিজেকে সুলতান ঘোষণা করেছিলেন। সুঙ্গুরের নেতৃত্বের দাবি অবশ্য ১২৮০ সালে প্রত্যাহার করা হয়েছিল, যখন কালাউন তাকে যুদ্ধে পরাজিত করেছিল।[] ১২৮১ সালে ইলখানাতের প্রধান আবাকা খান সিরিয়া আক্রমণ করলে সুবিধার জন্য কালাউন এবং সুঙ্গুরের মধ্যে পুনর্মিলন ঘটে। কালাউন এবং সুঙ্গুর একসাথে কাজ করে, হিমসের দ্বিতীয় যুদ্ধে সফলভাবে আবাকার আক্রমণ প্রতিহত করেন।

বারাকাহ, সোলামিশ এবং তাদের ভাই খাদিরকে সাবেক ক্রুসেডার দুর্গ কারাকে নির্বাসিত করা হয়েছিল। বারাকাহ সেখানে ১২৮০ সালে মারা যান (এমনটা প্রচারিত হয়েছিল যে, কালাউন তাকে বিষ দিয়েছিলেন)। এবং খাদির দুর্গের নিয়ন্ত্রণ লাভ করেন, কিন্তু ১২৮৬ সালে কালাউন সরাসরি এটি দখল করে নেন।

রাবাতুল মানসুরি, জেরুজালেম। বর্তমানে আফ্রো-ফিলিস্তিনিদের দ্বারা ব্যবহৃত।

১২৮২ সালে তিনি জেরুজালেমে রাবাতুল মানসুরি (কমন্স) হাসপাতাল প্রতিষ্ঠা করেন।[]

মামলুক কূটনীতি

[সম্পাদনা]

বাইবার্সের ন্যায় কালাউনও অবশিষ্ট ক্রুসেডার রাষ্ট্র, মিলিটারি অর্ডার এবং স্বাধীন থাকতে চাওয়া স্বতন্ত্র জমিদারদের সাথে ভূমি নিয়ন্ত্রণ চুক্তিতে প্রবেশ করেছিলেন; তিনি সুর এবং বৈরুতকে জেরুজালেম রাজ্য থেকে পৃথক হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন, যা এখন আক্কাকেন্দ্রিক।[][] চুক্তিগুলো সর্বদা কালাউনের পক্ষে ছিল। এবং সুরের সাথে তার চুক্তিতে বাধ্যতামূলক ছিল যে, শহরটি নতুন দুর্গ নির্মাণ করবে না, মামলুক এবং অন্যান্য ক্রুসেডারদের মধ্যকার দ্বন্দ্বে নিরপেক্ষ থাকবে এবং কালাউনকে শহরের অর্ধেক কর আদায় করার অনুমতি দেওয়া হবে। ১২৮১ সালে কালাউনও বাইজেন্টাইন সাম্রাজ্যের মাইকেল অষ্টম প্যালাওলোগোসের সাথে নেপলসের প্রথম চার্লসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে একটি জোটের জন্য আলোচনা করেছিলেন। প্রথম চার্লস বাইজেন্টাইন সাম্রাজ্য এবং জেরুজালেম রাজ্য উভয়কেই হুমকি দিয়েছিলেন। ১২৯০ সালে তিনি জেনোয়া প্রজাতন্ত্র এবং সিসিলি রাজ্যের সাথে বাণিজ্য জোটের সিদ্ধান্ত নেন।

ক্রুসেডার রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ

[সম্পাদনা]
বাইনাল কাসরাইনে কালাউনের মাজার-মাদ্রাসা-মারিস্তান কমপ্লেক্স ( আল-মুইয সড়ক)।

এই নবগঠিত শান্তি চুক্তির শর্তাবলীর কারণে নিরুৎসাহিত কালাউন ১২৮৫ সালে মার্গাটের "দুর্ভেদ্য" হসপিটালার দুর্গটি বরখাস্ত করেন এবং সেখানে একটি মামলুক গ্যারিসন প্রতিষ্ঠা করেন। তিনি মারাক্লিয়ার দুর্গও দখল ও ধ্বংস করেন। তিনি ১২৮৭ সালে লাতাকিয়া এবং ২৭ এপ্রিল, ১২৮৯ সালে ত্রিপোলি দখল করেন, এইভাবে ত্রিপোলির ক্রুসেডার কাউন্টির সমাপ্তি ঘটে। ১২৮৯ সালে ত্রিপোলির পতন ভেনিসীয় এবং পিসানদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, যারা এই এলাকায় ক্রমবর্ধমান জেনোজ প্রভাবের বিরোধিতা করেছিল। ১২৯০ সালে রাজা হেনরির শক্তিবৃদ্ধি আক্কায় পৌঁছে এবং মাতালের মত শান্তিপ্রিয় বণিক এবং কৃষক, খ্রিস্টান এবং মুসলমানদের একইভাবে হত্যা করে। কালাউন ব্যাখ্যা পেয়ে দূত পাঠান এবং সর্বোপরি হত্যাকারীদের শাস্তির জন্য হস্তান্তরের দাবি জানান। যারা তাকে সন্তুষ্ট করতে চেয়েছিল এবং যারা নতুন যুদ্ধ চেয়েছিল তাদের মধ্যে ফ্রাঙ্কিশ প্রতিক্রিয়া বিভক্ত ছিল। কোনো ব্যাখ্যা বা খুনিদের হস্তান্তর না করায় কালাউন সিদ্ধান্ত নেন যে, ১২৮৪ সালে তিনি আক্কার সাথে যে দশ বছরের যুদ্ধবিরতি করেছিলেন তা ফ্রাঙ্কিশরা ভেঙে দিয়েছে। পরবর্তীতে একই বছর তিনি শহরটি অবরোধ করেন। তিনি শহরটি দখল করার আগে ১০ নভেম্বর কায়রোতে মারা যান। কিন্তু পরের বছরই তার ছেলে আশরাফ খলিল আক্কা দখল করেন।

কালাউনের মৃত্যুর পর তার ছেলের প্রতি আস্থা না থাকা সত্ত্বেও খলিল তার স্থলাভিষিক্ত হন। খলিল তার পিতার মতই তুর্কি মামলুকদের সার্কাসীয়দের সাথে পরিবর্তন করার নীতি অব্যাহত রাখেন, যা শেষ পর্যন্ত মামলুকদের মধ্যে দ্বন্দ্বের দিকে নিয়ে যায়। খলিল ১২৯৩ সালে তুর্কিদের দ্বারা নিহত হন। কিন্তু তার ছোট ছেলে নাসির মুহাম্মাদ ক্ষমতায় আরোহণ করায় কালাউনের উত্তরাধিকার অব্যাহত থাকে।

পরিবার

[সম্পাদনা]

কালাউনের প্রথম স্ত্রী ছিলেন ফাতিমা খাতুন, যিনি উম্মে সালিহ নামে পরিচিত।[] তিনি ছিলেন সাইফুদ্দিন কারমুনের কন্যা। তারা ১২৬৫-৬৬ সালে বিয়ে করেন। তিনি তার বড় ছেলে সালিহ আলি[] (মৃত্যু ২ সেপ্টেম্বর ১২৮৮[] ) এবং গাজিয়া খাতুনের মা ছিলেন।[১০] তিনি ১২৮৩-৮৪ সালে মারা যান এবং তাকে কায়রোর দক্ষিণ কবরস্থানে তার মাজারে সমাহিত করা হয়।[] উম্মে সালিহের মৃত্যুর পর তিনি তার বোন সাইফুদ্দিন কুন্দুকের বিধবা স্ত্রীকে বিয়ে করেন।[] আরেক স্ত্রী ছিলেন ক্বুতক্বুতিয়া খাতুন। তিনি তার দ্বিতীয় পুত্র সুলতান আশরাফ খলিলের মা ছিলেন।[১১][১২] অন্য স্ত্রী ছিলেন সুক্তে বিন কারাজিন বিন জিগান নুওয়ানের কন্যা সিত্ত আশলুন খাতুন। তারা ১২৮২ সালে বিয়ে করেন। তিনি তার তৃতীয় পুত্র সুলতান নাসির মুহাম্মদের মা ছিলেন।[] আরেক স্ত্রী ছিলেন আমির শামসুদ্দিন সুনকুর তাকরতি জাহিরির কন্যা। তারা ১২৮৮-৮৯ সালে বিয়ে করেন। কালাউন অবশ্য কিছুদিন পরেই বিয়ে ভেঙে দেন।[] আরেক পুত্র ছিলেন আমির আহমদ, যিনি তার ভাই আশরাফ খলিলের শাসনামলে মারা যান।[] কালাউনের কন্যা গাজিয়া খাতুনের সাথে পাঁচ হাজার দিনার যৌতুক নিয়ে ২৮ মে ১২৭৬ খ্রিস্টাব্দে সুলতান বাইবার্সের ছেলে সাইদ বারাকাহর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবাহ ৮ জুন ১২৭৭ তারিখে অনুষ্ঠিত হয়।[] তিনি আগস্ট ১২৮৮ সালে মারা যান,[] এবং তাকে তার মায়ের মাজারে সমাহিত করা হয়।[১০] আরেক কন্যা ছিলেন দার মুখতার জাওহারি (আলতুমিশ)। তিনি ছিলেন মুখতার জাওহারির স্ত্রী।[] আরেক কন্যা ছিলেন দার আম্বার কামিলি। তিনি ছিলেন আম্বার কামিলির স্ত্রী।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Irwin, Robert (১৯৮৬)। The Middle East in the Middle Ages : the early Mamluk sultanate, 1250-1382। Southern Illinois University Press। পৃষ্ঠা 64আইএসবিএন 978-0-80931-286-3 
  2. Dobrowolski, Jarosław (২০০১)। The Living Stones of Cairo। American Univ in Cairo Press। পৃষ্ঠা 18। আইএসবিএন 978-977-424-632-6 
  3. Crawford, Paul (২০০৩)। The 'Templar of Tyre': Part III of the 'Deeds of the Cypriots'। Ashgate। পৃষ্ঠা 77। আইএসবিএন 978-1-84014-618-9 
  4. Michael Chamberlain (২০০২)। Knowledge and Social Practice in Medieval Damascus, 1190-1350। Cambridge University Press। পৃষ্ঠা 99। আইএসবিএন 978-0-521-52594-7 
  5. Burgoyne, 1987, p. 131
  6. Crawford, p. 61.
  7. Holt, Peter M. (১৯৯৫)। Early Mamluk Diplomacy, 1260-1290: Treaties of Baybars and Qalāwūn with Christian Rulers। BRILL। পৃষ্ঠা 106–17। আইএসবিএন 90-04-10246-9 
  8. Williams, C. (২০০৮)। Islamic Monuments in Cairo: The Practical Guide। American University in Cairo Press। পৃষ্ঠা 143। আইএসবিএন 978-977-416-205-3 
  9. Northrup 1998
  10. Bauden, Frédéric। "The Qalawunids: A Pedigree" (পিডিএফ)। University of Chicago। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২১ 
  11. Kennedy, H.N. (২০০১)। The Historiography of Islamic Egypt: (c. 950 - 1800)। Sinica Leidensia। Brill। পৃষ্ঠা 37। আইএসবিএন 978-90-04-11794-5 
  12. Ben-Bassat, Y. (২০১৭)। Developing Perspectives in Mamluk History: Essays in Honor of Amalia Levanoni। Islamic History and Civilization। Brill। পৃষ্ঠা 29। আইএসবিএন 978-90-04-34505-8 

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • Burgoyne, Michael Hamilton (১৯৮৭)। Mamluk Jerusalemআইএসবিএন 090503533X 
  • The Travels of Ibn Battuta translated by H.A.R. Gibb
  • Northrup, Linda (১৯৯৮)। From Slave to Sultan: The Career of al-Mansur Qaldwun and the Consolidation of Mamluk Rule in Egypt and Syria (678-689 A.H./1279-1290 A.D.)। Stuttgart। আইএসবিএন 3-515-06861-9 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
কালাউন
মামলুক সালতানাত এর ক্যাডেট শাখা
জন্ম: আনু.১২২২ মৃত্যু: ১০ নভেম্বর ১২৯০
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
সোলামিশ
মিশর ও সিরিয়ার সুলতান
নভেম্বর ১২৭৯ – ১০ নভেম্বর ১২৯০
উত্তরসূরী
আশরাফ খলিল