ডেভলপার | অপো রিয়েলমি (শুরুতে), ওয়ানপ্লাস (গণচীন) |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ (অ্যান্ড্রয়েড) |
কাজের অবস্থা | চলতি |
সোর্স মডেল | আংশিকভাবে উন্মুক্ত উৎস |
প্রাথমিক মুক্তি | ২৩ সেপ্টেম্বর ২০১৩ |
সর্বশেষ প্রাকদর্শন | ১১.১ / ২৩ ডিসেম্বর ২০২০ |
ভাষাসমূহ | বহুভাষিক |
প্যাকেজ ম্যানেজার | এপিকে |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ব্যবহারকারী ইন্টারফেস | গ্রাফিক্যাল ব্যবহারকারী ইন্টারফেস (মাল্টি-টাচ) |
লাইসেন্স | মালিকানা |
ওয়েবসাইট | www |
কালারওএস একটি মোবাইল অপারেটিং সিস্টেম যা অপো ইলেক্ট্রনিকস অ্যান্ড্রয়েড উন্মুক্ত উৎসের প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি করেছিল।[১] অপো স্মার্টফোন ছাড়াও রিয়েলমি ফোনগুলোতেও কালারওএস ব্যবহার করা হতো।[২] ওয়ানপ্লাস ৯ সিরিজ থেকে ওয়ানপ্লাসের সকল স্মার্টফোন চীনে হাইড্রোজেন ওএস (অক্সিজেনওএসের চীনা সংস্করণ) এর পরিবর্তে কালার ওএস প্রাক-ইন্সটলকৃত অবস্থায় ছাড়া হয়।[৩]
কালারওএস সংস্করণ | অ্যান্ড্রয়েড সংস্করণ | মুক্তির তারিখ |
---|---|---|
১.০ | জেলি বিন | ২৩ সেপ্টেম্বর ২০১৩ |
২.০ | কিটক্যাট | |
২.১ | ললিপপ | |
২.১.০আই | ললিপপ | |
৩.০ | ৫.১ | ১৭ মার্চ ২০১৬ |
৩.১ | ন্যুগাট | |
৩.২ | ন্যুগাট | |
৫.০ | ওরিও | |
৫.১ | ওরিও | |
৫.২ | ওরিও | |
৫.২.১ | ওরিও | |
৬.০[৪] | পাই | |
৬.০.১ | পাই | |
৬.১ | পাই | |
৬.১.২ | পাই | |
৬.৭ | ১০ | |
৭.০ | ১০ | ২০ নভেম্বর ২০১৯ |
৭.১ | ১০ | |
৭.২ | ১০ | |
১১ | ১১ | ১৪ সেপ্টেম্বর ২০২০ |
১১.১ | ১১ | ২৩ ডিসেম্বর ২০২০ |
১২ | ১২ | ১৬ সেপ্টেম্বর, ২০২১ (চীন); ১১ অক্টোবর, ২০২১ (বিশ্ব) |
২০২০ সালের ২৬শে নভেম্বরে গিজমোচায়নার একটি প্রতিবেদনে অপো নিশ্চিত করেছিল যে উক্ত সময় পর্যন্ত প্রায় ৩৭০ মিলিয়ন কালারওএস সক্রিয় ব্যবহারকারী ছিল।[৫]
ওয়ানপ্লাসের সিওও লিউ ফেংশু ঘোষণা দিয়েছিলেন যে ২০২২ সালের শুরুর দিকে ওয়ানপ্লাস ৮ সিরিজের সকল ফোনে কালারওএসের হালনাগাদ প্রদান করা হবে। কিন্তু লিউ ফেংশু ওয়ানপ্লাস ৮ বৈশ্বিক সংস্করণে কালারওএস হালনাগাদের স্পষ্টভাবে কিছু বলেননি।[৬]
২০২১ সালের ২রা জুলাই ওয়ানপ্লাস অপোর কালারওএসের সাথে একত্রীকরণের ঘোষণা দিয়েছে।[৭]