কিম কি দুক (কোরীয়: 김기덕 কোরীয় উচ্চারণ: [kimɡidʌk]) (জন্মঃ ডিসেম্বর ২০, ১৯৬০- মৃত্যুঃ ১১ ডিসেম্বর ২০২০ ) একজন দক্ষিণ কোরিয়ান চলচ্চিত্র পরিচালক।
কিম কি দুক ১৯৬০ সালের ২০শে ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় জন্মগ্রহণ করেন । ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যারিসে ফাইন আর্টস বিষয়ে শিক্ষাগ্রহণ করেন। এরপর নিজ দেশ দক্ষিণ কোরিয়াতে এসে শুরু করেন চিত্রনাট্য লেখার কাজ এবং ১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিল কর্তৃক আয়োজিত এক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান।[১] পরের বছর তিনি ক্রোকোডাইল নামক একটি স্বল্প বাজেটের চলচ্চিত্র পরিচালনা করেন। ২০০০ খ্রিষ্টাব্দে তার চলচ্চিত্র রিয়াল ফিকশন ২৩তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়।.[২] ২০০৪ খ্রিষ্টাব্দে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সামারিটান গার্ল চলচ্চিত্রের জন্য এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে ৩-আয়রন চলচ্চিত্রের জন্য তিনি সেরা পরিচালকের সম্মানে ভূষিত হন। ২০১২ খ্রিষ্টাব্দে পিয়েটা নামক তার চলচ্চিত্রটি ভেনিস, বার্লিন ও কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের সম্মান লাভ করে এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার লাভ করে।
Year | ইংরেজি নাম | কোরীয় নাম | প্রতিলিপিকরণ |
---|---|---|---|
১৯৯৬ | Crocodile | 악어 | Ageo |
Wild Animals | 야생동물 보호구역 | Yasaeng dongmul bohoguyeog | |
১৯৯৮ | Birdcage Inn | 파란 대문 | Paran daemun |
২০০০ | The Isle | 섬 | Seom |
Real Fiction | 실제 상황 | Shilje sanghwang | |
২০০১ | Address Unknown | 수취인불명 | Suchwiin bulmyeong |
Bad Guy | 나쁜 남자 | Nabbeun namja | |
২০০২ | The Coast Guard | 해안선 | Haeanseon |
২০০৩ | Spring, Summer, Fall, Winter... and Spring | 봄 여름 가을 겨울 그리고 봄 | Bom yeoreum gaeul gyeoul geurigo bom |
2004 | Samaritan Girl | 사마리아 | Samaria |
3-Iron | 빈 집 | Bin-jip | |
২০০৫ | The Bow | 활 | Hwal |
২০০৬ | Time | 시간 | Shigan |
২০০৭ | Breath | 숨 | Soom |
২০০৮ | Dream | 비몽 | Bimong |
২০১১ | Arirang | 아리랑 | Arirang |
Amen | 아멘 | Ahmen | |
২০১২ | Pietà | 피에타 | Pieta |
২০১৩ | Moebius[৩] | 뫼비우스 | Moebius |
২০১৪ | One on One | 일대일 | Il-dae-il |