ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কিলিয়ান বাসবা গিকে নিকিয়েমা | ||
জন্ম | ২২ জুন ২০০৩ | ||
জন্ম স্থান | ড্রাখটেন, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ডেন হেগ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১৬ | ভরস্খোটেন '৯৭ | ||
২০১৬–২০১৯ | ডেন হেগ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯– | ডেন হেগ | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৭–২০১৮ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ | ৩ | (০) |
২০১৮ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ | ১ | (০) |
২০১৯ | নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭ | ১ | (০) |
২০১৯– | বুর্কিনা ফাসো | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৫১, ১৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৪:৫১, ১৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কিলিয়ান বাসবা গিকে নিকিয়েমা (ফরাসি: Kilian Nikiema; ২২ জুন ২০০৩; কিলিয়ান নিকিয়েমা নামে সুপরিচিত) হলেন একজন ওলন্দাজ-বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ওলন্দাজ ক্লাব ডেন হেগ এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০০৭–০৮ মৌসুমে, ওলন্দাজ ফুটবল ক্লাব ভরস্খোটেন '৯৭-এর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিকিয়েমা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে ডেন হেগের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৯–২০ মৌসুমে, ওলন্দাজ ক্লাব ডেন হেগের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন।
২০১৭ সালে, নিকিয়েমা নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
কিলিয়ান বাসবা গিকে নিকিয়েমা ২০০৩ সালের ২২শে জুন তারিখে নেদারল্যান্ডসের ড্রাখটেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
নিকিয়েমা নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬ এবং নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার মাধ্যমে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন।
২০১৯ সালের ৪ঠা সেপ্টেম্বর তারিখে, ১৬ বছর, ২ মাস ও ১৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী নিকিয়েমা লিবিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[১] ম্যাচটি বুর্কিনা ফাসো ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[২] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে নিকিয়েমা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
নিকিয়েমা ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[৩][৪][৫][৬]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বুর্কিনা ফাসো | ২০১৯ | ১ | ০ |
সর্বমোট | ১ | ০ |