কুম্ভমেলা | |
---|---|
দেশ | ভারত |
ধরন | ধর্মীয় তীর্থযাত্রা, আচার-অনুষ্ঠান, সামাজিক অনুশীলন এবং উৎসব অনুষ্ঠান |
মানদণ্ড | None |
সূত্র | 01258 |
ইউনেস্কো অঞ্চল | Asia and the Pacific |
অন্তর্ভূক্তির ইতিহাস | |
অন্তর্ভূক্তি | ২০১৭ (১২তম অধিবেশন) |
তালিকা | Representative |
প্রতি তিন বছর পর পর এলাহাবাদ, হরিদ্বার, নাশিক এবং উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়। |
হিন্দুধর্ম |
---|
ধারাবাহিকের অংশ |
কুম্ভমেলা (দেবনাগরী: कुम्भ मेला) একটি হিন্দু উৎসব। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসেবে এর রেকর্ড রয়েছে। সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার (গঙ্গা) ও (এলাহাবাদ) অর্ধকুম্ভ আয়োজিত হয়।[১] প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে (গঙ্গা - যমুনা - সরস্বতী নদীর সঙ্গমে) আয়োজিত হয় মহাকুম্ভ।[২][৩][৪]
২০০৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ ৪৫ দিন ব্যাপী সর্বশেষ অর্ধকুম্ভ আয়োজিত হয়েছে। সাত কোটিরও বেশি হিন্দু তীর্থযাত্রী প্রয়াগে এই মেলায় যোগ দেন। ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ৫০ লক্ষ মানুষ তীর্থস্নান করেন।[৫]
২০০১ সালে সর্বশেষ মহাকুম্ভে যোগ দিয়েছিলেন ছয় কোটি হিন্দু। এটিই ছিল ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ।[৬][৭][৮][৯]
কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে নাসিকের ত্র্যম্বকেশ্বরে; সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে; বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে; এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়।[১০][১১] সূর্য, চন্দ্র ও বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী মেলা আয়োজনের তিথি (তারিখ) নির্ধারিত হয়।[১২]
হিন্দুধর্ম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
কুম্ভমেলা | |
---|---|
আনুষ্ঠানিক নাম | কুম্ভমেলা |
পালনকারী | হিন্দু |
ধরন | হিন্দুধর্ম |
শুরু | পৌষ পূর্ণিমা |
সমাপ্তি | মাঘী পূর্ণিমা |
millions of pilgrims in taking a holy dip in the Sangam the confluence of Ganga, Yamuna and mythical Saraswati