কুয়েতের আমির | |
---|---|
أمير الكويت | |
দায়িত্ব | |
মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ১৬ ডিসেম্বর ২০২৩ থেকে | |
বিস্তারিত | |
প্রথম সম্রাট/সম্রাজ্ঞী | শেখ প্রথম সাবাহ ইবনে জাবের |
গঠন | ১৯৫২ |
বাসভবন | বেয়ান প্রাসাদ |
কুয়েত রাষ্ট্রের আমির হলেন রাজশাসক এবং কুয়েতের রাষ্ট্রপ্রধান, যা দেশটির সবচেয়ে ক্ষমতাশালী পদ। কুয়েতের আমিররা আল সাবাহ রাজবংশের সদস্য।
সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ- এর মৃত্যুর পর শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ৩০ সেপ্টেম্বর ২০২০-এ কুয়েতের আমির হন।[১] তিনি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর সিংহাসনে আরোহণ করেন।
কুয়েতের সিংহাসনের উত্তরাধিকার মুবারক আল-সাবাহ- এর বংশধরদের মধ্যে সীমাবদ্ধ। আল সাবাহ পরিবারের দুটি প্রধান শাখা, আল-আহমেদ এবং আল-সালেম শাখার মধ্যেও আমির পদটি ঐতিহ্যগতভাবে পরিবর্তিত হয়। শাসক আমীরকে সিংহাসনে আরোহণের এক বছরের মধ্যে একজন উত্তরাধিকারী নিয়োগ করতে হবে; ক্রাউন প্রিন্স হিসাবে বিবেচনার জন্য মনোনীত ব্যক্তিকে আল সাবাহ পরিবারের একজন সিনিয়র সদস্য হতে হবে।
প্রধানমন্ত্রী আমির দ্বারা নিযুক্ত হন।
আমিরের জন্য বার্ষিক ক্ষতিপূরণ সংজ্ঞায়িত করা হয়। বার্ষিক ক্ষতিপূরণ বর্তমানে ৫০ মিলিয়ন কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে।[২]
নাম |
জীবনকাল |
শাসন শুরু |
শাসন শেষ |
নোট |
পরিবার |
আলোকচিত্র |
---|---|---|---|---|---|---|
শেখ প্রথম সাবাহ বিন জাবের
|
আনু. ১৭০০–১৭৬২ (বয়স ৬১–৬২) |
১৭৫২ | ১৭৬২ | কুয়েতের সরকারি সূত্রে জানা গেছে, প্রথম সাবাহ সর্বসম্মতিক্রমে শেখের পদে নির্বাচিত হয়েছেন।[৩] | আল সাবাহ | |
শেখ প্রথম আবদুল্লাহ আল সাবাহ
|
১৭৪০–১৮১৪ (বয়স ৭৩–৭৪) |
১৭৬২ | ৩ মে ১৮১৪ | প্রথম সাবাহ বিন জাবেরের কনিষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ প্রথম জাবের আল-সাবাহ
|
১৭৭৫–১৮৫৯ (বয়স ৮৩–৮৪) |
৩ মে ১৮১৪ | ১৮৫৯ | প্রথম আবদুল্লাহ আল-সাবাহর জ্যেষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ দ্বিতীয় সাবাহ আল-সাবাহ
|
১৭৮৪–১৮৬৬ (বয়স ৮১–৮২) |
১৮৫৯ | নভেম্বর ১৮৬৬ | প্রথম জাবের আল-সাবাহর জ্যেষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ দ্বিতীয় আবদুল্লাহ আল-সাবাহ
|
১৮১৪–১৮৯২ (বয়স ৭৭–৭৮) |
নভেম্বর ১৮৬৬ | ১৮৯২ | দ্বিতীয় সাবাহ আল-সাবাহর জ্যেষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ মুহাম্মদ বিন সাবাহ আল-সাবাহ
|
১৮৩৮–১৮৯৬ (বয়স ৫৭–৫৮) |
মে ১৮৯২ | ১৮৯৬ | দ্বিতীয় সাবাহ আল-সাবাহর দ্বিতীয় পুত্র | আল সাবাহ | |
শেখ মুবারক আল-সাবাহ
|
১৮৪৪ – ২৮ নভেম্বর ১৯১৫ (বয়স ৭০–৭১) |
১৮ মে ১৮৯৬ | ২৮ নভেম্বর ২০১৫ | দ্বিতীয় সাবাহ আল-সাবাহর পুত্র | আল সাবাহ | |
শেখ দ্বিতীয় জাবের আল-সাবাহ
|
১৮৬০ – ৫ ফেব্রুয়ারি ১৯১৭ (বয়স ৫৬–৫৭) |
২৮ নভেম্বর ২০১৫ | ৫ ফেব্রুয়ারি ১৯১৭ | মুবারক আল-সাবাহর বড় ছেলে | আল সাবাহ | |
শেখ সালিম আল-মুবারক আল-সাবাহ
|
১৮৬৪ – ২৩ ফেব্রুয়ারি ২০২১ (aged 56–57) |
৫ ফেব্রুয়ারি ১৯১৭ | ২৩ ফেব্রুয়ারি ২০২১ | মুবারক আল-সাবাহর দ্বিতীয় পুত্র | আল সাবাহ | |
শেখ আহমদ আল-জাবের আল-সাবাহ
|
১৮৮৫ – ২৯ জানুয়ারি ১৯৫০ (বয়স ৬৪–৬৫) |
২৯ মার্চ ১৯২১ | ২৯ জানুয়ারি ১৯৫০ | দ্বিতীয় জাবের আল-সাবাহর পুত্র | আল সাবাহ | |
শেখ আবদুল্লাহ আল-সালিম আল-সাবাহ
|
১৮৯৫ – ২৪ নভেম্বর ১৯৬৫ (বয়স ৭০) |
২৯ জানুয়ারি ১৯৫০ | ২৪ নভেম্বর ১৯৬৫ | সালিম আল-মুবারক আল-সাবাহর বড় ছেলে | আল সাবাহ | |
শেখ সাবাহ আল-সালিম আল-সাবাহ
|
১২ এপ্রিল ১৯১৩ – ৩১ ডিসেম্বর ১৯৭৭ (বয়স ৬৪) | ২৪ নভেম্বর ১৯৬৫ | ৩১ ডিসেম্বর ১৯৭৭ | সালিম আল-মুবারক আল-সাবাহর কনিষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ জাবের আল-আহমেদ আল-সাবাহ [ক]
|
২৯ জুন ১৯২৬ – ১৫ জানুয়ারি ২০০৬ (বয়স ৭৯) | ৩১ ডিসেম্বর ১৯৭৭ | ১৫ জানুয়ারি ২০০৬ | আহমদ আল-জাবের আল-সাবাহ-এর তৃতীয় পুত্র | আল সাবাহ | |
শেখ সাদ আল-সালিম আল-সাবাহ
|
১৯৩০ – ১৩ মে ২০০৮ (বয়স ৭৭–৭৮) |
১৫ জানুয়ারি ২০০৬ | ২৪ জানুয়ারি ২০০৮ [খ] |
আবদুল্লাহ আল-সালিম আল-সাবাহর বড় ছেলে | আল সাবাহ | |
শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
|
১৬ জুন ১৯২৯ – ২৯ সেপ্টেম্বর ২০২০ (বয়স ৯১) | ২৯ জানুয়ারি ২০০৬ | ২৯ সেপ্টেম্বর ২০২০ | আহমদ আল-জাবের আল-সাবাহর চতুর্থ পুত্র | Al Sabah | |
শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
|
২৫ জুন ১৯৩৭ | ৩০ সেপ্টেম্বর ২০২০ | ১৬ ডিসেম্বর ২০২৩ | আহমদ আল-জাবের আল-সাবাহর ষষ্ঠ পুত্র | আল সাবাহ | |
শেখ মিশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
|
২৭ সেপ্টেম্বর ১৯৪০ | ১৬ ডিসেম্বর ২০২৩ | শায়িত্ব | আহমেদ আল-জাবের আল-সাবাহর ৭ম পুত্র | আল সাবাহ |