কুয়েতের মন্ত্রিসভা

কুয়েতের মন্ত্রিসভা হলো কুয়েত রাজ্যের প্রধান নির্বাহী সংস্থা। কুয়েতের ইতিহাসে ৪২ তম মন্ত্রিসভা ২০২২ সালের ১৬ অক্টোবর নিযুক্ত করা হয়। ৫ অক্টোবর ২০২২-এ, কুয়েতের আমির মহামান্য শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ মহামান্য শেখ আহমেদ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহকে কুয়েতের ৪১ তম মন্ত্রিসভাকে অর্পণ করার জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন। কিন্তু কিছু পুনরাবৃত্ত মন্ত্রীদের ফিরে আসার বিষয়ে সংসদ সদস্য এবং নাগরিকদের তীব্র প্রতিক্রিয়ার কারণে,[] ৬ অক্টোবর ২০২২-এ, প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্সের কাছে একটি সরকারী পদত্যাগের চিঠিটি গঠনের একদিন পরে জমা দেন, যা এটিকে কুয়েতের ইতিহাসে সবচেয়ে স্বল্পস্থায়ী সরকার করে তোলে। প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনে ঐকমত্যের অগ্রগতির লক্ষ্যে জাতীয় পরিষদের সদস্যদের সাথে পরামর্শ শুরু করেছেন।[] কিছু সংসদ সদস্য এই পদক্ষেপকে একটি বীরত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এবং এটি দেখায় যে প্রধানমন্ত্রী "দেশের একজন মানুষ এবং জনগণের মিত্র"। ১৬ অক্টোবর ২০২২-এ, ৪১ তম মন্ত্রিসভা গঠনের ১৬ দিন পরে, ৪২ তম মন্ত্রিসভা জনসাধারণের কাছে ঘোষণা করা হয়।

শায়িত্ব দপ্তর প্রতিকৃতি ওয়েবসাইট থেকে
আহমদ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ প্রধানমন্ত্রী
www.pm.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
তালাল খালেদ আল-আহমদ আল-সাবাহ প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী
www.moi.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
বারাক আলী আল-শীতান উপ-প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী ড
www.cmgs.gov.kw/ ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
ডাঃ বাদের হামেদ আল-মুল্লা উপপ্রধানমন্ত্রী ও তেলমন্ত্রী
www.moo.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
আব্দুর রহমান বাদাহ আল-মুতাইরি তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এবং যুব বিষয়ক প্রতিমন্ত্রী
www.media.gov.kw www.youth.gov.kw ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ডিসেম্বর ২০২২ তারিখে ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
আব্দুল ওয়াহাব মোহাম্মদ আল-রুশাইদ অর্থমন্ত্রী এবং অর্থনৈতিক ও বিনিয়োগ বিষয়ক প্রতিমন্ত্রী
www.mof.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
ডঃ আহমেদ আব্দুল ওয়াহাব আল-আওয়াধি স্বাস্থ্যমন্ত্রী মো
www.moh.gov.kw ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ এপ্রিল ২০১৯ তারিখে ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
আমানী সুলায়মান বুকামায গণপূর্ত মন্ত্রী এবং বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী ড
www.mpw.gov.kw ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ অক্টোবর ২০২০ তারিখে www.mew.gov.kw ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ ডিসেম্বর ২০২২ তারিখে ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
ডঃ হামাদ আব্দুল ওয়াহাব আল-আদওয়ানী শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রী
www.moe.edu.kwwww.mohe.edu.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
সালেম আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ পররাষ্ট্র মন্ত্রী
www.mofa.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
আব্দুল আজিজ মজিদ আল-মজিদ বিচার মন্ত্রী এবং আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রী এবং নাজাহা (সততা) বর্ধন প্রতিমন্ত্রী
www.moj.gov.kwwww.awqaf.gov.kwwww.nazaha.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
আব্দুল আজিজ ওয়ালীদ আল-মুজিল পৌর বিষয়ক প্রতিমন্ত্রী
www.baladia.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহ প্রতিরক্ষা মন্ত্রী
www.mod.gov.kw ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ ডিসেম্বর ২০২২ তারিখে ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
আমর মোহাম্মদ আল-আজমি জাতীয় পরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী এবং আবাসন বিষয়ক ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী
www.mona.gov.kwwww.pahw.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
মাযিন সাদ আল-নাহিদ বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী
www.moci.gov.kw www.cait.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান
মাই জাসেম আল-বাগলি সমাজ ও সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
www.mosa.gov.kw ১৬ অক্টোবর ২০২২ - বর্তমান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kuwait ministers resign hours after appointment"Middle East Monitor (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-০৭। সংগ্রহের তারিখ ২০২২-১২-০১ 
  2. "Kuwait PM begins consultations with MPs to resolve crisis"Middle East Monitor (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-১১। সংগ্রহের তারিখ ২০২২-১২-০১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]