কৃষ্ণা মুখার্জী | |
---|---|
জন্ম | কৃষ্ণা মুখার্জী ১২ আগস্ট ১৯৯২ |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৪-বর্তমান |
পরিচিতির কারণ | এ হে মহাবাতে |
কৃষ্ণা মুখার্জী (জন্ম: ১২ আগস্ট ১৯৯২) একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি এ হে মহাবাতে ধারাবাহিকে আলিয়া রাঘব চরিত্রে অভিনয় করার জন্যে বিখ্যাত।
মুখার্জী ঝাল্লি ধারাবাহিকে শীলা-র চরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেন। এবং এর পরে এ হে মহাবাতে ধারাবাহিকে রিয়ানশ ভাটিয়ার বিপরীতে বিন্দাস চরিত্রে অভিনয় করেন। পর্দায় তাঁর তিন নম্বর আবির্ভূত কাজ হলো টুইস্ট ওয়ালা লাভ।
স্টার প্লাসে একতা কাপুরের জনপ্রিয় ও সফল দৈনিক ধারাবাহিক এ হে মহাবাতে ধারাবাহিক সমান্তরাল প্রধান চরিত্রে অভিনয়ের করেন, যা মুখার্জি তার ক্যারিয়ারের একটি মোড় হিসাবে চিহ্নিত করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে তাঁর যুগান্তকারী ভূমিকা।
সাল | ধারাবাহিক | চরিত্র | সূত্র |
---|---|---|---|
২০১৪ | ঝাল্লি অঞ্জলি | শীনা | |
২০১৫ | এ হে আশিকি | [১] | |
2015 | টুইস্ট ওয়ালা লাভ | অর্শিয়া | |
২০১৬-২০১৯ | এ হে মহাবাতে | আলিয়া রাঘব | [২][৩] |
২০১৯ | নাগিন ৩ | তামসি | [৪] |
২০২১ | কুছ তো হ্যা: নাগিন এক নয়ে রং মে | প্রিয়া | [৫][৬] |