কেতকি দাভে | |
---|---|
![]() কেতকি দাভে, ২০১০ সালে | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | রসিক দাভে (বি. ১৯৮৩; রসিকের দেহাবসান ২০২২) |
সন্তান | ২ |
পিতা-মাতা | প্রবীণ জোশী (father) সরিতা জোশী (mother) |
আত্মীয় | পূর্বী জোশী (বোন) শ্রমন জোশী (আত্মীয়) মানসী জোশি রয় (আত্মীয়া) অরবিন্দ জোশী (কাকা) |
কেতকি জোশী দাভে (জন্ম: ২৩ জুন ১৯৬০) একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত হিন্দি চলচ্চিত্র এবং হিন্দি টেলিভিশনে কাজ করেন। এছাড়াও তিনি অনেক গুজরাটি ছবিতে অভিনয় করেছেন। তিনি আমদানি আঠানি খারচা রূপাইয়া, মানি হ্যায় তো হানি হ্যায়, কাল হো না হো, হাম লল্লান বোল রহে হ্যায় এবং হ্যালো সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তিনি টিভির বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান যেমন নাচ বলিয়ে ২,[১] বিগ বস সিজন ২,[২] ইত্যাদিতে অংশ নিয়েছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন টিভি ধারাবাহিক যেমন কিউকি সাস ভি কাভি বহু থি, [১] বেহনে ইত্যাদিতে কাজ করেছেন। [৩][৪]
কেতকির জন্ম ১৯৬০ সালের ২৩ জুন। তার মা ছিলেন অভিনেত্রী সরিতা জোশী [৫] এবং বাবা ছিলেন নাট্য পরিচালক প্রবীণ জোশী । তার একটি ছোট বোন আছে যার পূর্বী জোশী। পূর্বী একজন অভিনেত্রী এবং উপস্থাপকও। কেতকি অভিনেতা রসিক দাভের সাথে গুজরাটি নাট্য কোম্পানি চালাতেন এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন । [৬]
বছর | ধারাবাহিক | ভূমিকা |
---|---|---|
১৯৯৫ | জীবন মৃত্যু | |
১৯৯৫ | আহট | মেঘা |
১৯৯৬–১৯৯৭ | হসরতেঁ | মানসি |
২০০০–২০০৮ | কিঁউকি সাস ভি কভি বহু থি | দক্ষা বিরানি |
২০০১ | ইয়ে দিল কেয়া করে | |
২০০২ | সঞ্জীবনী | ডঃ মাধবী ঢোলাকিয়া |
২০০৬ | নাচ বলিয়ে ২ | প্রতিযোগী (১০ম স্থান) |
২০০৭ | কমেডি সার্কাস ১ | প্রতিযোগী |
২০০৮ | বিগ বস ২ | প্রতিযোগী (১২তম স্থান) |
কমেডি সার্কাস - কাঠে কি টক্কর | প্রতিযোগী | |
২০১০–২০১১ | বেহনেইন | নিমাফুই |
রাম মিলায়ি জোড়ি | কেতকি মাসি | |
২০১২ | আহট | নিজেই |
২০১২–২০১৩ | পবিত্র রিশতা | স্নেহলতা খানদেশী |
আজ কি হাউসওয়াইফ হ্যায়... সব জানতি হ্যায় | সর্লা | |
২০১৪–২০১৫ | ১৭৬০ সাসুমা | গঙ্গা কাটারিয়া |
২০১৬ | তামান্না | বা |
নয়া মহিসাগর | দিওয়ালিবেন মেহতা | |
২০১৭ | টিভি, বিবি ঔর ম্যায় | প্রিয়া’র মা |
২০১৮ | সিলসিলা বদলতে রিশতোঁ কা | |
২০১৯ | মেরে সাই শ্রদ্ধা ঔর সবুরি | কমলা তাই |
২০২১–২০২২ | বালিকা বধু ২ | গোমতি আঞ্জারিয়া |
২০২২–২০২৩; ২০২৪ | পুষ্পা ইম্পসিবল | কুঞ্জবালা পারিখ |
বছর | চলচ্চিত্র | ভূমিকা |
---|---|---|
১৯৮৩ | কিসি সে না কেহনা | শ্যামলি |
১৯৮৮ | ফালাক | জুলি |
কসম | পদ্মা | |
১৯৯০ | দিল | নিজেই |
১৯৯৯ | হোগি প্যার কি জীত | শালিনী |
মন | মধু | |
২০০১ | আমদানী আটঠানি খরচা রুপাইয়া | বিমলা |
২০০২ | কিতনে দূর কিতনে পাশ | কোকি প্যাটেল |
২০০৩ | পরবানা | কামিনী হরিয়ানভি |
কাল হো না হো | সরলাবেন প্যাটেল | |
২০০৫ | ইয়ারান নাল বহারান | গীতা ঠাকুর |
২০০৬ | লাভ ইন জাপান | মিসেস মেহতা |
২০০৮ | মানি হ্যায় তো হানি হ্যায় | ববির মা |
২০০৯ | স্ট্রেইট | গুজ্জু বাই |
২০১০ | হ্যালো! হুম লাল্লন বল রহে হ্যায় | গুজরাটি মহিলা |
আই হেট লাভ স্টোরিজ | সিমরানের মা | |
২০১৬ | সনম রে | পর্যটকের স্ত্রী |
২০১৭ | পাপ্পা তমনে নহি সামঝাই | সরলা মেহতা |