কেনিয়ার ভাষা

মুইগুইথানিয়া' বই (১৯২৯) থেকে পৃষ্ঠা

সোয়াহিলি ভাষা কেনিয়ার সরকারি ভাষা।[] এক কোটিরও বেশি লোক এই ভাষাতে কথা বলেন। সোয়াহিলি এখানকার সার্বজনীন ভাষা। এছাড়াও আরও প্রায় ৫০টি স্থানীয় ভাষা প্রচলিত। এদের মধ্যে কিকুয়ু ভাষা, লুও ভাষা, লুইয়া ভাষা এবং কাম্বা ভাষা উল্লেখযোগ্য। কেনিয়া স্বাধীনতা লাভের অব্যবহিত পরে ইংরেজি ভাষা দেশটির সরকারি ভাষা ছিল। বর্তমানে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি ভাষা গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Kenya - Languages | Ethnologue" 

বহিঃসংযোগ

[সম্পাদনা]