কে ফর কিশোর | |
---|---|
নির্মাতা | সুপবিত্র বাবুল |
পরিচালক | সুদেশ ভোঁসলে |
মূল দেশ | ভারত |
মৌসুমের সংখ্যা | ১ |
পর্বের সংখ্যা | ৩৯ |
নির্মাণ | |
নির্মাণ কোম্পানি | মিডিটেক |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন |
মূল মুক্তির তারিখ | ২১ ডিসেম্বর ২০০৭ ৪ মে ২০০৮ | –
কে ফর কিশোর (ইংরেজি: K for Kishore) হলো একটি ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতামূলক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান, যেটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে ২১ ডিসেম্বর ২০০৭ থেকে ৪ মে ২০০৮ পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল।[১] এই আপাতবাস্তব অনুষ্ঠানের অন্তিম পর্ব (গ্র্যান্ড ফিনালে) ছিল ৪ ঘণ্টার। ১২ জন পেশাদার ও সংগীত সম্পর্কে ভালো জ্ঞান রাখা প্রতিযোগীদের মধ্যে কে হুবহু কিশোর কুমারের মতো গান গাইতে সক্ষম তা নির্ধারণ করার জন্য এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।[২] অনুষ্ঠানটিতে জনপ্রিয় বিচারক এবং সঙ্গীত পরিচালকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে বিচারক এবং স্টুডিওতে উপস্থিত দর্শকদের ভোটের মাধ্যমে বেছে নেওয়া হয়েছিল যে কে প্রায় হুবহু কিশোর কুমারের মতো গান গাইতে পারে।[৩][৪]