কোটি

১০০০০০০০
অঙ্কবাচকএক কোটি
পূরণবাচক১০০০০০০০তম
(এক কোটিতম)
গুণকনির্ণয়number out of range
গ্রিক অঙ্ক
বাইনারি১০০১১০০০১০০১০১১০১০০০০০০০
টাইনারি২০০২১১০০১১০২১০১
কোয়াটারনারি২১২০২১১২২০০০
কুইনারি১০০৩০০০০০০০
সেনারি৫৫৪২০০১৪৪
অকট্যাল৪৬১১৩২০০
ডুওডেসিমেল৩৪২৩০৫৪১২
হেক্সাডেসিমেল৯৮৯৬৮০১৬
ভাইজেসিমেল৩২A০০০২০
বেজ ৩৬৫YC১S৩৬

কোটি (১,০০,০০,০০০) হচ্ছে ৯৯,৯৯,৯৯৯ ও ১,০০,০০,০০১ সংখ্যার মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যাবৈজ্ঞানিক অঙ্কপাতনে একে ১০ আকারে লেখা হয়।[]

গাণিতিক উপস্থাপন

[সম্পাদনা]

দশমিকে এক কোটি কে বিভিন্নভাবে লেখা যায়:

  • ১,০০,০০,০০০ - এক এর পর সাতটি শূন্য ।
  • ১ x ১০ - বৈজ্ঞানিক পরিভাষায় দশ এর সপ্তম ঘাত দ্বারা প্রকাশ করা হয়।
  • ১০ ----এভাবেও লেখা যায় ।

বিভিন্ন ব্যবহার

[সম্পাদনা]

কোটি অন্য অর্থে পদ বা স্থান বোঝায়, যেমন "উচ্চকোটি" নির্দেশ করে উচ্চপদস্থ বা উচ্চস্থানীয়।

কোটি শব্দটির আরেকটি ব্যবহার হিসেবে উল্লেখ করা যায়, প্রচলিত রয়েছে হিন্দুধর্মে দেবতার সংখ্যা তেত্রিশ কোটি ; ভ্রান্ত ধারণা হল ৩৩,০০,০০,০০০ টি দেবতা। কিন্তু এর প্রকৃত অর্থ হল তেত্রিশজন পদাধিকারী দেবতা।

অনেকসময় অনেক ধন-সম্পত্তির মালিক বোঝাতে "কোটিপতি" বলে উল্লেখ করা হয় ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Knowing our Numbers"Department of School Education And Literacy। National Repository of Open Educational Resources। ১৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৬