কোরিয়ার ওয়ার্কার্স পার্টি 조선로동당 | |
---|---|
সংক্ষেপে | ডব্লিউপিকে |
সাধারণ সম্পাদক | কিম জং-উন |
সভাপতিমণ্ডলীর সদস্য |
|
প্রতিষ্ঠা | ২৪ জুন ১৯৪৯ |
একীভূতকরণ | |
সদর দপ্তর | ১নং সরকারি কমপ্লেক্স, চুং-গুয়ক, পিয়ংইয়াং |
সংবাদপত্র | রোদং সিনমুন |
যুব শাখা | সমাজতান্ত্রিক দেশপ্রেমী যুবলীগ |
শিশু শাখা | কোরীয় শিশু ইউনিয়ন |
সামরিক বাহিনী | কোরিয়ান পিপলস আর্মি |
আধাসামরিক বাহিনী | শ্রমিক-কৃষক লালফৌজ |
দক্ষিণ কোরীয় শাখা | সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় গণতান্ত্রিক জোট |
সদস্যপদ (২০২১ প্রা.) | ~৬৫,০০,০০০ |
ভাবাদর্শ | |
রাজনৈতিক অবস্থান | দূর-বাম[n ২] |
জাতীয় অধিভুক্তি | কোরিয়ার পুনঃএকত্রীকরণের জন্য গণতান্ত্রিক জোট |
আন্তর্জাতিক অধিভুক্তি | আইএমসিডব্লিউপি |
আনুষ্ঠানিক রঙ | লাল |
সংগীত | "কোরিয়ার ওয়ার্কার্স পার্টি দীর্ঘজীবী হোক" (조선로동당 만세) "উঁচুতে উড়ো, আমাদের দলের পতাকা" (높이 날려라, 우리의 당기) |
মর্যাদা | উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল; জাতীয় প্রতিরক্ষা আইনের আওতায় দক্ষিণ কোরিয়ায় নিষিদ্ধ |
সর্বোচ্চ গণপরিষদ | ৬০৭ / ৬৮৭
|
দলীয় পতাকা | |
উত্তর কোরিয়ার রাজনীতি |
কোরিয়ার ওয়ার্কার্স পার্টি হল গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা উত্তর কোরিয়ার শাসক রাজনৈতিক দল। দলটির প্রতিষ্ঠাকাল থেকেই এটি উত্তর কোরিয়ার শাসন ক্ষমতার অধিকারী। প্রথমাবধি এই দলটির নেতৃত্বদান করেছিলেন কিম ইল-সাং (১৯৪৯-১৯৯৪) এবং তার পরে ১৯৯৭ সালের প্রারম্ভে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করেন তার পুত্র কিম জং ইল। ২০০৭ সালের অক্টোবর মাস থেকে পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক হলেন কিম কি নাম।[৩] সমগ্র বিশ্বেই এই দলটিকে প্রবলভাবে স্তালিনপন্থী হিসেবে বিবেচনা করা হয় এবং প্রকৃত অর্থেই এই দলটি একটি ঐতিহ্যবাহী স্তালিনপন্থী শাসক রাজনৈতিক দল। কিন্তু এতৎসত্ত্বেও ওয়ার্কার্স পার্টি দাবী করে থাকে যে তাদের একটি স্বতন্ত্র মতাদর্শ আছে যা মার্ক্সবাদ-লেনিনবাদ অপেক্ষা উৎকৃষ্ট, যা "চুছে" (Juche) নামে পরিচিত।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |