কৌশিক বসু | |
---|---|
১১তম বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ | |
কাজের মেয়াদ অক্টোবর ২০১২ – অক্টোবর ২০১৬ | |
রাষ্ট্রপতি | জিম ইয়ং কিম |
পূর্বসূরী | মার্টিন রাভালিয়ন (ভারপ্রাপ্ত) |
উত্তরসূরী | পল রোমার |
১৪তম ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১২ | |
প্রধানমন্ত্রী | মনমোহন সিং |
পূর্বসূরী | অরবিন্দ বীরমানি |
উত্তরসূরী | রঘুরাম রাজন |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কলকাতা, ভারত | ৯ জানুয়ারি ১৯৫২
দাম্পত্য সঙ্গী | আলাকা বসু |
শিক্ষা | দিল্লি বিশ্ববিদ্যালয় (বিএ) লন্ডন স্কুল অফ ইকোনমিক্স (এমএসসি, পিএইচডি) |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
উচ্চশিক্ষায়তনিক কর্মজীবন | |
কাজের ক্ষেত্র | সামষ্টিক অর্থনীতি |
যাদের প্রভাবিত করেছেন | ডেভিড হিউম বার্ট্রান্ড রাসেল অমর্ত্য সেন কেনেথ অ্যারো |
পুরস্কার | পদ্মভূষণ (২০০৮) হামবোল্ট পুরস্কার (২০২১) |
Information at IDEAS / RePEc | |
কৌশিক বসু (জন্ম: ৯ জানুয়ারী ১৯৫২) একজন ভারতীয় অর্থনীতিবিদ, যিনি ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন।[১][২] তিনি আন্তর্জাতিক অধ্যয়নের সি. মার্কস অধ্যাপক এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং আসন্ন প্লাকশা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা বোর্ডের সদস্য।[৩] তিনি জুন ২০১৭ সালে আন্তর্জাতিক অর্থনৈতিক সমিতির সভাপতি হিসাবে তিন বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন। কৌশিক ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের দ্বিতীয় মেয়াদে ভারত সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন।[৪] তিনি হামবোল্ট রিসার্চ অ্যাওয়ার্ড ২০২১ এর বিজয়ী।
CIP t.p. (Kaushik Basu) data sheet (b. Jan. 9, 1952)
<ref>
ট্যাগ বৈধ নয়; press
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নিঅলাভজনক সংস্থার অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী ফ্রান্সিস স্টুয়ার্ট |
মানব উন্নয়ন ও সক্ষমতা সমিতির সভাপতি ২০১০–২০১২ |
উত্তরসূরী টনি অ্যাটকিনসন |
কূটনৈতিক পদবী | ||
পূর্বসূরী মার্টিন রেভালিয়ন ভারপ্রাপ্ত |
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ২০১২–২০১৬ |
উত্তরসূরী পল রোমার |