ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | ক্যাথলিন ডসন |
জন্ম | কেরকডি, স্কটল্যান্ড | ৩ অক্টোবর ১৯৯৭
উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি) |
ওজন | ৬৪ কিলোগ্রাম (১৪১ পাউন্ড) |
ক্রীড়া | |
ক্রীড়া | সাঁতার |
ধরন | ব্যাকস্ট্রোক |
ক্লাব | স্টার্লিং বিশ্ববিদ্যালয় |
প্রশিক্ষক | ড্যারেন অ্যাশলি |
পদকের তথ্য |
ক্যাথলিন ডসন (ইংরেজি: Kathleen Dawson; জন্ম: ৩ অক্টোবর ১৯৯৭) হলেন একজন স্কটিশ সাঁতারু। তিনি ২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে[১] সাঁতারের মিশ্র ৪×১০০ মিটার মেডলি রিলে বিভাগে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[২][৩][৪][৫]
তিনি ২০২০ ইউরোপিয়ান অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৮.০৮ সেকেন্ড নিয়ে ইউরোপীয় রেকর্ড গড়েছিলেন।