Sir ক্যারল রিড | |
---|---|
Carol Reed | |
জন্ম | |
মৃত্যু | ২৫ এপ্রিল ১৯৭৬ চেলসি, লন্ডন, ইংল্যান্ড | (বয়স ৬৯)
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৩৫–১৯৭২ |
দাম্পত্য সঙ্গী | ডায়ানা ওয়াইনইয়ার্ড (বি. ১৯৪৩; বিচ্ছেদ. ১৯৪৭) পেনেলোপি ডুডলি-ওয়ার্ড (বি. ১৯৪৮; মৃ. ১৯৭৬) |
সন্তান | ১ |
স্যার ক্যারল রিড (ইংরেজি: Carol Reed; ৩০ ডিসেম্বর ১৯০৬ - ২৫ এপ্রিল ১৯৭৬) ছিলেন একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি অড ম্যান আউট (১৯৪৭), দ্য ফলেন আইডল (১৯৪৮), দ্য থার্ড ম্যান (১৯৪৯) এবং অলিভার! চলচ্চিত্র নির্মাণের জন্য সর্বাধিক পরিচিত।[১] অলিভার! চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন।
অড ম্যান আউট শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কার বিজয়ী প্রথম চলচ্চিত্র; চলচ্চিত্র নির্মাতা রোমান পোলান্স্কি একাধিকবার এই চলচ্চিত্রটিকে তার প্রিয় চলচ্চিত্র বলে উল্লেখ করেছেন।[২] দ্য ফলেন আইডল দ্বিতীয় বাফটা পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ ব্রিটিশ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ভোটে দ্য থার্ড ম্যান ছবিটি বিংশ শতাব্দীর সেরা ব্রিটিশ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।[৩]