ক্যারল হ্যানিশ্চ (ইংরেজি: Carol Hanisch) একজন আমূল নারীবাদী এবং নিউইয়র্ক বিপ্লবী নারী ও রেডস্টকিংসের সদস্য ছিলেন। তিনি বিখ্যাত ছিলেন ১৯৬৯ সনে লিখিত একই নামের নিবন্ধে "‘দ্য পারসোনাল ইজ পলিটিক্যাল’" বাগধারাটির জনপ্রিয়করণের জন্য।[১] তিনি ১৯৬৮ সালে মিস আমেরিকা প্রতিবাদ সংগঠিত করেন এবং তিনি ছিলেন সেই চারজন নারীর একজন যারা বারান্দার ওপরে মিস আমেরিকা প্রতিযোগিতা থামানোর জন্য এটির বিরুদ্ধে একটি নারী-স্বাধীনতার ব্যানার টাঙিয়ে দেন।[২]