ক্লাউস গ্রুনবার্গ

ক্লাউস গ্রুনবার্গ
জার্মান: Klaus Grünberg
জন্ম (1941-11-20) ২০ নভেম্বর ১৯৪১ (বয়স ৮২)

ক্লাউস গ্রুনবার্গ (জন্ম: ২০ নভেম্বর ১৯৪১) একজন জার্মান অভিনেতা। ১৯৬৯ সালে বারবেট শ্রোডার পরিচালিত মোর চলচ্চিত্রে মূখ্য চরিত্রের মাধ্যমে তার অভিনয়ে অভিষেক ঘটে।[] চলচ্চিত্রের পাশাপাশি তিনি জার্মান টেলিভিশন অভিনতো হিসাবেও কাজ করেছেন।

জীবনী

[সম্পাদনা]

গ্রুনবার্গ ১৯৪১ সালের ২০ নভেম্বর তৎকালীন নাৎসি জার্মানির ম্যাকলেনবার্গ রাজ্যের ভাইসমার শহরে জন্ম নেন। গ্রুনবার্গ ১৫ বছর বয়স পর্যন্ত পূর্ব জার্মানির ভাইসমারে বেড়ে ওঠেন এবং তারপরে ফেডারেল রিপাবলিকে চলে আসেন। তিনি কিছুসময় বার্লিনে অভিনেতা হিসাবে প্রশিক্ষণ নিয়েছিলেন। ল্যান্ডস্টিটার কোবার্গে এবং স্টাটাথিয়েটার ক্যাসেলে প্রাথমিক থিয়েটারের ব্যস্ততার পরে তিনি Die Letzten (১৯৬৭)-এর মাধ্যমে জার্মান টেলিভিশন চলচ্চিত্রে অভিষেক ঘটান।

চলচ্চিত্রতালিকা

[সম্পাদনা]
শিরোনাম বছর চরিত্র টীকা সূত্র
মোর ১৯৬৯ এস্টেল মিলার
Schmetterlinge weinen nicht ১৯৭০ উলফগ্যাং ওয়াগনার
Geradeaus bis zum Morgen ১৯৭২ ম্যাক্স
দ্য গ্র্যান্ড ডুয়েল অ্যাডাম স্যাক্সন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মোর" (পিডিএফ)barbet-schroeder.com (পিডিএফ)। Jet Films। ১৯৬৯। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

[সম্পাদনা]