খাতড়া | |
---|---|
জনগণনা নগর | |
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৯′ উত্তর ৮৬°৫১′ পূর্ব / ২২.৯৮° উত্তর ৮৬.৮৫° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
উচ্চতা | ১৫৪ মিটার (৫০৫ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,৩৮২ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরাজী |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭২২১৪০ |
দূরভাষ কোড | +৯১ ৩২৪৩ |
যানবাহন নিবন্ধন | WB (ডব্লু বি) |
লোকসভা কেন্দ্র | বাঁকুড়া |
বিধানসভা কেন্দ্র | রাণীবাঁধ |
ওয়েবসাইট | bankura |
খাতড়া ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি জনগণনা নগর৷ এটি বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মহকুমা সদর৷[১]
২০১১ সালের ভারতের জনগণনা অনুসারে খাতড়া শহরের জনসংখ্যা ৭৩৮২ জন, যার মধ্যে ৩৭৭৪ জন পুরুষ ও ৩৬০৮ জন নারী৷ প্রতি ১০০০ জন পুরুষে ৯৫৬ জন নারী৷ ০-৬ বছর বয়সী শিশু ৬৭২ জন যা সমগ্র জনসংখ্যার ৯.১০%৷ শহরের ৮৪.৩২% তথা ৫৬৫৮ জন অ-শিশু সাক্ষর৷[২]
খাতড়া শহরে ১০০ শয্যাবিশিষ্ট একটি মহকুমা হাসপাতাল রয়েছে,[৬] যা ২০০৬ খ্রিষ্টাব্দে ১৮ই নভেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উদ্বোধন করেন৷[৭]
বাঁকুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদিত ১৯৭৯ খ্রিষ্টাব্দে উদ্বোধিত খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়টি খাতড়া শহর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত৷