![]() | |
নীতিবাক্য | Tejasvi Nāvadhītamastu তেজস্বী নবধিতমৎসু |
---|---|
বাংলায় নীতিবাক্য | আমাদের জ্ঞান উজ্জ্বল হয়ে উঠুক |
ধরন | Undergraduate college Public college |
স্থাপিত | ১৯৭৯ |
অধিভুক্তি | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
অবস্থান | , , ৭২২১৪০ , ২৩°০০′০৮″ উত্তর ৮৬°৫১′২১″ পূর্ব / ২৩.০০২১১০৬° উত্তর ৮৬.৮৫৫৭২৯৬° পূর্ব |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
ওয়েবসাইট | খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় |
![]() |
খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার খাতড়ায় অবস্থিত একটি সাধারণ ডিগ্রি মহাবিদ্যালয়। এখানে কলা ও বাণিজ্য এবং বিজ্ঞানে স্নাতক কোর্স করার সুবিধা রয়েছে। এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।
এই মহাবিদ্যালয়টি ১৯৭৯ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ (NAAC) কর্তৃক স্বীকৃত এবং সি+ গ্রেডে ভূষিত হয়েছে।[১] মহাবিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত।[২] এখানে তিনটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। এটির একটি শক্তিশালী এনসিসি গ্রুপ এবং তিনটি শক্তিশালী এনএসএস ইউনিট রয়েছে।