খায়ের বেগ | |
---|---|
মিশরের উসমানীয় গভর্নর | |
কাজের মেয়াদ ১৫১৭ – ১৫২২ | |
সার্বভৌম শাসক | প্রথম সেলিম |
পূর্বসূরী | ইউনুস পাশা |
উত্তরসূরী | কোবান মোস্তফা পাশা |
ব্যক্তিগত বিবরণ | |
মৃত্যু | ১৫২২ |
দাম্পত্য সঙ্গী | মিসিরবে |
খায়ের বেগ (মৃত্যু: ১৫২২) ১৫১৭ সাল থেকে ১৫২২ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা মিশর শাসন করেছিলেন।[১][২][৩] মিশর বিজয়ে সহায়তার জন্য উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সেলিম তাকে গভর্নরের পদ প্রদান করেন।
আবখাজিয়ান বংশোদ্ভূত হওয়ার কারণে,[৪] তিনি আলেপ্পোর প্রাক্তন মামলুক গভর্নর ছিলেন। তিনি মারজ-ই-দাবিকের যুদ্ধে উসমানীয় সাম্রাজ্যের বিজয়ে অবদান রেখেছিলেন। উসমানীয়দের মামলুক বিজয় এবং মামলুক সালতানাতের অবসানের পর উজির ইউনুস পাশাকে মিশরের গভর্নর করা হয়। তবে উসমানীয় সুলতান সেলিম ইউনুস পাশার ঘুষ ও চাঁদাবাজির দুর্নীতি সম্পর্কে জানতে পারলে খায়ের বেগকে মিশরের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়।[৫]
তাঁর বাসভবন ছিল আমির আলিন আক প্রাসাদ এবং তিনি আমির খায়েরবাক মসজিদ নির্মাণ করেছিলেন।
তিনি সুলতান নাসির মুহাম্মাদ ইবনে কাইতবে (শাসনকাল ১৪৯৬-১৪৯৮) এবং সুলতান আবু সাইদ কানসুহ (শাসনকাল ১৪৯৮-১৫০০) এর বিধবা স্ত্রী মিসিরবেকে (মৃত্যু ১৫২২) বিয়ে করেছিলেন। বিভিন্ন সূত্র অনুসারে জানা যায়, খায়ের বেগ তার স্ত্রী মিসিরবেকে মারাত্মকভাবে নির্যাতন করতেন এবং এই দম্পতি আলাদা হয়ে গিয়েছিলেন।[৬]
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী ইউনুস পাশা |
মিশরের উসমানীয় গভর্নর ১৫১৭–১৫২২ |
উত্তরসূরী কোবান মোস্তফা পাশা |
উসমানীয় জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |