খুশি কাপুর | |
---|---|
জন্ম | মুম্বই, মহারাষ্ট্র, ভারত | ৫ নভেম্বর ২০০০
মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০২৩ – বর্তমান |
পিতা-মাতা |
|
আত্মীয় | জাহ্নবী কাপুর (বোন) |
খুশি কাপুর (জন্ম: ৫ নভেম্বর, ২০০০) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি অভিনেত্রী শ্রীদেবী ও প্রযোজক বনি কাপুরের মেয়ে। তিনি দ্য আর্চিস (২০২৩) চলচ্চিত্রে বেটি কুপার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[১][২]
খুশি ২০০০ সালের ৫ নভেম্বর জন্মগ্রহণ করেন।[৩][৪] তার বাবা চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর এবং তার মা অভিনেত্রী শ্রীদেবী। তিনি চলচ্চিত্র অভিনেতা অনিল কাপুর ও সঞ্জয় কাপুরের ভাইঝি।[৫]
খুশি মুম্বইয়ের ইকোলে মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুলে তার বিদ্যালয়-পাঠ সম্পন্ন করেন।[৬] পরবর্তীতে ২০১৯ সালে তিনি নিউইয়র্ক সিটির নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে এক বছরের অভিনয় কোর্স করেন।[৭]
খুশি ২০২০ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র স্পিক আপ-এ নয়না চরিত্রে ভূমিকা প্রদানের মাধ্যমে অভিনয়ে অভিষেক করেন।[৭] ২০২৩ সালে তিনি দ্য আর্চিস-এ বেটি কুপার চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন।[৮] এটি ৭ ডিসেম্বর ২০২৩-এ নেটফ্লিক্সে মুক্তি পায়।[৯]
অভিনয়ের পাশাপাশি খুশি সোল ডি জেনিরো, মিন্ট্রার মতো ব্র্যান্ড ও পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।[১০][১১] ২০২৩ সালে তিনি কসমোপলিটান ইন্ডিয়া-এর প্রচ্ছদে ছিলেন।[১২]
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | সূত্র |
---|---|---|---|---|
২০২০ | স্পিক আপ | নয়না | স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র | [৭] |
২০২৩ | দ্য আর্চিস | এলিজাবেথ “বেটি” কুপার | [১৩] |