খোঁজ-দ্য সার্চ | |
---|---|
![]() চলচ্চিত্রের বাণিজ্যিক পোস্টার | |
পরিচালক | ইফতেখার চৌধুরী |
প্রযোজক | এম এ জলিল অনন্ত |
রচয়িতা | ইফতেখার চৌধুরী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ইমন সাহা হাবিব ওয়াহিদ |
চিত্রগ্রাহক | ইফতেখার চৌধুরী |
সম্পাদক | ইফতেখার চৌধুরী |
পরিবেশক | মনসুন ফিল্মস |
মুক্তি | ১৬ এপ্রিল, ২০১০ (বাংলাদেশ) জুন ২০১০ (বিশ্বব্যাপী) |
দেশ | ![]() |
ভাষা | বাংলা ইংরেজি |
খোঁজ-দ্য সার্চ হচ্ছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী [১] এবং প্রযোজনা ও পরিবেশনা করেছে মুনসুন ফিল্মস। এতে অভিনয় করেছেন অনন্ত জলিল, বর্ষা,[২] ববি ও সোহেল রানা সহ আরও অনেকে। এটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল চলচ্চিত্র।
খোঁজ-দ্য সার্চ | |
---|---|
কর্তৃক গান | |
মুক্তির তারিখ | ২০১০ |
ঘরানা | চলচ্চিত্র সাউন্ডট্র্যাক |
খোঁজ-দ্য সার্চ-এর সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা ও হাবিব ওয়াহিদ এবং সবগুলো গানে কথা লিখেছেন কবির বকুল ও ইলিয়াস মোল্লা।
ট্র্যাক | গান | কণ্ঠশিল্পী | পর্দায় | নোট |
---|---|---|---|---|
১ | তুমি ফিরে তাকালে পৃথিবীটা সুন্দর হয়ে যায় | সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার | অনন্ত ও ববি | |
২ | গোলক ধাঁধাঁনো পৃথিবীতে | ফেরদৌস ওয়াহিদ ও কনা | ববি | শিরোনাম গান |
৩ | এতো দিন কোথায় ছিলে | হাবিব ওয়াহিদ ও ন্যান্সি | অনন্ত ও বর্ষা | |
৪ | দিনেতে সুর্য ভাল চাঁন্দেরই আলো না | কনকচাঁপা ও রুন্টি | জিসান ও রাহা | |
৫ | আংটির অপেক্ষায় অনামিকা | এস আই টুটুল ও সামিনা চৌধুরী | অনন্ত ও বর্ষা | |
৬ | ভালবাসার মনটা আমার | কনকচাঁপা | ববি |