গণেশ আচার্য | |
---|---|
জন্ম | [১][২] | ১৪ জুন ১৯৭১
জাতীয়তা | ভারতীয় |
পেশা | নৃত্য পরিকল্পক, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা |
দাম্পত্য সঙ্গী | বিধি আচার্য (বি. ২০০০)[৩] |
পুরস্কার | শ্রেষ্ঠ নৃত্য পরিকল্পনা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
গণেশ আচার্য একজন ভারতীয় নৃত্য পরিকল্পক, পরিচালক এবং অভিনেতা, যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন। তিনি ভাগ মিলখা ভাগ (২০১৩) চলচ্চিত্রের "হাওয়াঁ কুন্ড" এবং টয়লেট: এক প্রেম কথা (২০১৭) চলচ্চিত্রের "গোরি তু লাথ মার" গানের নৃত্য পরিকল্পনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন।[৪]
গণেশ ভারতের মাদ্রাজের একটি তামিল পরিবারে জন্মগ্রহণ করেন।[৫] তার বাবা ছিলেন একজন নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক। তার বাবা যখন মারা যান, তখন গণেশের বয়স ছিল ১১ বছর। বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক অনটনের কারণে গণেশকে তার পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছিল। পরে তিনি ওড়িশার কটকে চলে যান। তারপর বোনের সাহায্যে নাচ শেখা শুরু করেন।
গণেশ একজন সহকারী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ১২ বছর বয়সে তার নিজস্ব নৃত্য কোম্পানি প্রতিষ্ঠা করেন। তারপর তিনি একজন নৃত্য পরিকল্পক হয়ে ওঠেন এবং প্রথমবার ১৯৯২ সালে অনাম চলচ্চিত্রের নৃত্য পরিকল্পক হিসেবে কাজ করেন।[৬]
তিনি ২০০২ সালে লজ্জা (২০০১) চলচ্চিত্রের "বড়ি মুশকিল" গানের জন্য সেরা নৃত্য পরিকল্পনা বিভাগে স্ক্রিন উইকলি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। ২০০৫ সালে তিনি খাকী (২০০৪) চলচ্চিত্রের "অ্যায়সা জাদু ডালা রে" গানের জন্য সেরা নৃত্য পরিকল্পক হিসেবে জি সিনে পুরস্কারের জন্য মনোনীত হন। ওমকারা (২০০৬) চলচ্চিত্রের "বিড়ি" গানের জন্য তিনি ২০০৭ সালে সেরা নৃত্য পরিকল্পনার জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।
গণেশ ২০০৬ সালে রং দে বাসন্তী, ফির হেরা ফেরি, গোলমাল, ওমকারা এবং লাগে রাহো মুন্না ভাই চলচ্চিত্রের নৃত্য পরিকল্পনা করেছিলেন।
এরপর তিনি চলচ্চিত্র পরিচালনায় ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। তিনি প্রথমবার ২০০৭ সালে স্বামী চলচ্চিত্র পরিচালনা করেন। এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী ও জুহি চাওলা। তিনি ২০০৮ সালে মানি হ্যায় তো হানি হ্যায় নামের একটি হাস্যরসাত্মক চলচ্চিত্র পরিচালনা করেছিলেন। ২০১১ সালে তিনি তামিল চলচ্চিত্র রৌথিরাম-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে ২০১২ সালে তিনি অগ্নিপথ চলচ্চিত্রের "চিকনি চামেলি" গানের নৃত্য পরিকল্পনা করেন।
২০০০ সালের নভেম্বরে গণেশ চলচ্চিত্র প্রযোজক বিধি আচার্যকে বিয়ে করেন।[৭] তাদের সৌন্দর্য আচার্য নামে একজন কন্যা সন্তান রয়েছেন।[৮]