গান্ধীধাম गांधीधाम ગાંધીધામ | |
---|---|
শহর | |
ডাকনাম: সর্দার গঞ্জ | |
Location in Gujarat, India | |
স্থানাঙ্ক: ২৩°০৫′ উত্তর ৭০°০৮′ পূর্ব / ২৩.০৮° উত্তর ৭০.১৩° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | গুজরাত |
জেলা | কচ্ছো জেলা |
পৌরসভা | গান্ধীধাম পৌরসভা |
প্রতিষ্ঠাতা | ভাই প্রতাপ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
উচ্চতা | ২৭ মিটার (৮৯ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১২,৪৮,৭০৫ |
• ক্রম | ১৮১তম (ভারত) ৮তম (গুজরাত) |
Languages | |
• Official | Gujarati, Hindi, Kutchi, SindhiSindhi = IST |
PIN | 370201 |
Telephone code | 02836 |
যানবাহন নিবন্ধন | GJ-12 |
Sex ratio | 0.879 ♂/♀ |
Distance from Bhuj | ৬০ কিলোমিটার (৩৭ মা) |
Distance from Gandhinagar | ৩৬৫ কিলোমিটার (২২৭ মা) |
ওয়েবসাইট | www.gandhidhamnagarpalika.org |
গান্ধীধাম হল গুজরাতের একটি শহর।এই শহরটি কচ্ছো জেলায় অবস্থিত।শহরটি ১৯৫০ সালে নির্মাণ করা হয়। ভারত ভাগের পর পাকিস্তান (সিন্ধি) থেকে আসা উদ্ধবাস্তুদের জন্য শহরটি নির্মাণ করা হয়।এটি বর্তমানে গুছরাটের ৮তম বৃহত্ত শহর।[১] এটি কচ্ছো জেলার প্রধান অর্থনৈতিক ও বাণিজ্য কেন্দ্র । শহরটি গুজরাতের দ্রুত বিমাশমান শহরগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে।