গার্দেজ (পশতু: ګردېز ولسوالۍ, ফার্সি: ولسوالی گردیز) আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের একটি জেলা।[১] জেলাটির কেন্দ্রীয় শহর হিসেবে গার্দেজের পাশাপাশি পাক্তিয়া প্রদেশের রাজধানী শহরের অন্যতম একটি অংশ হিসেবেও পরিচালিত হয়ে থাকে।
আফগানিস্তানের অন্যান্য জেলার পরিসংখ্যান অনুযায়ী এই জেলাটিতেও সঠিক জনসংখ্যার কোন হিসাব নেই। আফগানিস্তানের ইউএনএইচসিআর এবং সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস (সিএসও) সহ আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় (এমআরআরডি) এর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৮৬,৬০৯ জন এর মত।[১] একই সূত্র অনুযায়ী জেলাটিতে মোট জনসংখ্যার ৭০% পশতুন এবং ৩০% তাজিক সম্প্রদায়ের লোকজনের বসবাস।
আফগানিস্তানের ভূগোল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |