গার্দেজ জেলা

পাক্তিয়া প্রদেশের জেলা

গার্দেজ (পশতু: ګردېز ولسوالۍ, ফার্সি: ولسوالی گردیز) আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের একটি জেলা।[] জেলাটির কেন্দ্রীয় শহর হিসেবে গার্দেজের পাশাপাশি পাক্তিয়া প্রদেশের রাজধানী শহরের অন্যতম একটি অংশ হিসেবেও পরিচালিত হয়ে থাকে।

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

আফগানিস্তানের অন্যান্য জেলার পরিসংখ্যান অনুযায়ী এই জেলাটিতেও সঠিক জনসংখ্যার কোন হিসাব নেই। আফগানিস্তানের ইউএনএইচসিআর এবং সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস (সিএসও) সহ আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় (এমআরআরডি) এর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৮৬,৬০৯ জন এর মত।[] একই সূত্র অনুযায়ী জেলাটিতে মোট জনসংখ্যার ৭০% পশতুন এবং ৩০% তাজিক সম্প্রদায়ের লোকজনের বসবাস।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gardez District Development Plan - MRRD" (পিডিএফ)। ২০১২-০৩-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২১